Advertisement
Advertisement
Mamata Banerjee

সরকারকে না জানিয়ে পুরসভায় নিয়োগ? বেতনের দায়ভার নেবে না রাজ্য, স্পষ্ট বার্তা মমতার

নিয়োগের আগে অর্থদপ্তরকে জানাতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Can't pay workers 'appointed without permission' in KMC, says Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 7, 2022 2:26 pm
  • Updated:September 7, 2022 5:26 pm  

গৌতম ব্রহ্ম: একের পর এক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে বিতর্কে তোলপাড় গোটা রাজ্য। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী নিয়োগ নিয়ে সতর্কভাবে পা ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। কড়া অবস্থান নিলেন রাজ্যের বিভিন্ন পুরসভায় অস্থায়ী পদে নিয়োগ নিয়েও। 

মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, রাজ্যকে না জানিয়ে পুরসভায় নিযুক্ত অস্থায়ী কর্মীদের বেতনের দায়ভার বহন করবে না রাজ্য সরকার। তাদের বেতন মেটাতে হবে পুরসভাগুলিকেই। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এমন নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

Advertisement

[আরও পড়ুন: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রের ধরন, ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের]

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সতর্ক করেন মমতা। ইতিপূর্বে নিয়োগ কমিটির সুপারিশ ছাড়াই বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকী, সুপারিশ কমিটির সদস্যরাও গ্রেপ্তার হয়েছেন। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগে কোনও ফাঁক রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভূমি থেকে রাজস্ব বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা জানিয়েছেন, নিয়োগ কমিটির অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনও ধরনের নিয়োগই চলবে না। নিয়োগের আগে অর্থদপ্তরকে জানাতে হবে। জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকেও। আগে নিয়োগ করে তারপর অর্থদপ্তরকে জানানো চলবে না। অর্থাৎ এবার সবধরনের নিয়োগ সম্পর্কে হিসেব রাখতে চাইছে রাজ্য সরকার। যাতে ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এড়ানো যায়। 

[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে স্কুলপড়ুয়ার ‘ঘনিষ্ঠতা’ই রাগের কারণ! বাগুইআটি জোড়া খুন কাণ্ডে অনুমান পুলিশের]

এর পাশাপাশি পুলিশ বিভাগকেও আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাগুইআটির জোড়া খুনের ঘটনায় বিরোধীদের নিশানায় পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীও পুলিশ-প্রশাসনের সম্বন্বয় বৃদ্ধির নির্দেশ দেন। জেলাশাসকদের নিয়মিত বৈঠক করার নির্দেশও দেন তিনি। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement