ক্ষীরোদ ভট্টাচার্য: মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬। হরেক হাড়ে হরেক অস্বাভাবিকতা দেখা দিতে পারে। কোমরের হাড়ে স্থানচ্যুতি ঘটতে পারে, শিরদাঁড়ার হাড় ক্ষয়ে গিয়ে শয্যাশায়ী করে ফেলতে পারে। হাড়ের ক্যানসারও ক্যানসার আখছার শোনা যায়। কিন্তু পাঁজরের হাড়ের ভিতর মজ্জার ক্যানসার? তা-ও আবার ফুসফুসের বাঁদিক লাগোয়া হাড়ের ভিতরে! চিকিৎসকদের বক্তব্য, এমনটা এ তাবৎকালে শোনা যায়নি। ক্যানসারগ্রস্ত টিউমার আবার পাঁজরের ভিতর থেকে ঠেলে বেরিয়ে ঝুলছে!
সিটি স্ক্যানে রোগীর এ হেন অবস্থা দেখে এসএসকেএমের ডাক্তারবাবুরা তাজ্জব। স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞদের দাবি, মেরুদণ্ড থেকে হাত-পায়ের হাড়-যে কোনও অংশে ক্যানসারের তথ্য আছে। কিন্তু ফুসফুস লাগোয়া বাঁদিকের পাঁজরের হাড়ের অস্থিমজ্জায় টিউমার থেকে ক্যানসার, এমন কেস বিশ্বে এ নিয়ে সাকুল্যে তিনটি। একটি নেপালে, একটি চিনে, এবং তৃতীয়টি বারাসতের এই সইফুল ইসলাম। রোগের কূল-গোত্র জানতে তার ক্যানসারগ্রস্ত কোষের নমুনা ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। পিজি’র কার্ডিওথোরাসিক সার্জন তথা অধ্যাপক ডা. শান্তনু দত্তর কথায়, ‘‘একমাত্র ইমিউনো হিস্টোকেমিস্ট্রির মাধ্যমেই জানা যেতে পারে, এমন রোগ কী ভাবে ওঁর শরীরে বাসা বাঁধল।”
বাঁ পাঁজর উঁচু হয়ে উঠেছে, সঙ্গে যন্ত্রণা, জ্বর। মাস দুয়েক ভোগার পরে এসএসকেএমে কার্ডিওথোরাসিক সার্জারির আউটডোরে দেখাতে এসেছিলেন চব্বিশ বছরের সইফুল। সিটি স্ক্যানে দেখা যায়, বাঁদিকের পাঁজরে মৌচাকের মতো মাংস ঝুলছে। সঙ্গে সঙ্গে ভরতি, মেডিক্যাল বোর্ড গঠন। দশদিন আগে শান্তনুবাবু প্রায় আট ঘণ্টা অস্ত্রোপচার করে পাঁজরের বাইরে থাকা মাংস সন্তর্পণে কেটে বার করেছেন। বায়াপসি বলছে, ‘সাসপেক্টেড প্লাজমা সাইটোমা।’ অর্থাৎ, পাঁজরের ভিতরে থাকা অস্থির মধ্যে প্রথমে টিউমার, পরে ক্যানসারের ইঙ্গিত।
এই টিউমারের গোত্র কী? সেই প্রশ্নের উত্তর পেতে মৌচাকের মতো ঝুলে থাকা মাংসপিণ্ড থেকে নমুনা নিয়ে ভিন রাজ্যে পাঠানো হবে। পরীক্ষা হবে ‘ইমিউনো হিস্টোকেমিস্ট্রি।’ সেই পরীক্ষার রিপোর্ট পেলে তবেই ছুটি দেওয়া হবে সইফুলকে। অস্ত্রোপচারের পর দু’দিন আইটিইউতে ছিল সইফুল। এখন জেনারেল ওয়ার্ডে। মেডিসিনের অধ্যাপক ডা.অলকেশকুমার কোলের কথায়, ‘‘ফুসফুস লাগোয়া পাঁজরে এমন মাংসপিণ্ড ঝুলে ছিল। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে অস্ত্রোপচার করতে দ্বিধা ছিল। কারণ, একটু এদিক-ওদিক হলেই ফুসফুসের ক্ষতি হতে পারত। তবে সময়ে অস্ত্রোপচারে জীবন ফিরে পেয়েছে। অস্ত্রোপচারের দশদিন কেটেছে। আপাতত মেডিসিন বিভাগে রয়েছেন। ফিজিওথেরাপি করতে হচ্ছে। এখন জানতে আগ্রহ এহেন রোগের উৎস কী?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.