Advertisement
Advertisement
Calcutta University

অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সিঙ্গল বেঞ্চের রায় বহাল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে

ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে, যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদাহরণও তুলে ধরেন বিচারপতি।

Calcutta University will decide on its offline exam, Calcutta HC | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 5, 2022 4:04 pm
  • Updated:July 5, 2022 4:04 pm  

গোবিন্দ রায়: অনলাইন নয়, অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ছাত্র বিক্ষোভের মাঝেও সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। কিন্তু মাথা নোয়ায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। নিয়ামক সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছিল, স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা হবে অফলাইনেই। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। এবার ডিভিশন বেঞ্চও একই রায় দিল।

Advertisement

পড়ুয়াদের অভিযোগ ছিল, অতিমারী (Corona Pandemic) কালে দীর্ঘদিন অনলাইনে ক্লাস হয়েছে। সিলেবাসও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়। সেই কারণেই অনলাইনে পরীক্ষার দাবি তুলেছিলেন তাঁরা। মঙ্গলবার এই মামলায় বিচারপতি জানান, এ বিষয়ে ভাইস-চান্সেলরের হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে। তিনি ঠিক করবেন কী হবে না হবে। পড়ুয়াদের পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা পরীক্ষা নিয়ামকের কাছে আবেদন করা যাবে। সমস্ত বিষয় বিবেচনা করে তিনি বাকি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশনে খারিজ হয়ে গেল মামলা।

[আরও পড়ুন: হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মুড়ে মাংস বিক্রি, হাজতে যোগী রাজ্যের প্রৌঢ়]

এদিন ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে, যাদবপুর (Jadavpur University) এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদাহরণও তুলে ধরেন বিচারপতি। তিনি বলেন, করোনা কালে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনলাইনে ক্লাস করেছিলেন। কিন্তু পরীক্ষা অফলাইনেই হয়েছে।

অনলাইন ও অফলাইন পদ্ধতির ফারাক হল, প্রথমটিতে বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। দ্বিতীয় পদ্ধতিতে আগের মতো এক কলেজের পড়ুয়াদের অন্য কলেজে গিয়ে খাতায় কলমে পরীক্ষা দিতে হবে। গত দু’বছর কোভিড পরিস্থিতি থাকায় অনলাইনে সেমেস্টার পরীক্ষা নেওয়া শুরু হয়। উল্লেখ্য, গত মাসে কলেজ স্ট্রিটে রাস্তায় পড়ুয়াদের একাংশ অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখান। কিছু পড়ুয়া সেই দাবিতে আবার অনশনেও বসেন। তাঁদের বক্তব্য ছিল, অফলাইনে পরীক্ষা নিলে সিলেবাস আগে শেষ করতে হবে। সেইমতো সিন্ডকেট সিদ্ধান্ত নেয় কলেজগুলিকে আগে সিলেবাস শেষ করতে হবে। তারপর নেওয়া হবে পরীক্ষা।

[আরও পড়ুন: নবান্নে পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে ‘না’, বাড়ল মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement