Advertisement
Advertisement
Calcutta University

স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবি, ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়

উপাচার্যের গাড়ি ঘেরাও করেন বিক্ষোভকারী পড়ুয়ারা।

Calcutta University students seeks more post graduate seats, stage protest । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2022 1:15 pm
  • Updated:January 24, 2022 1:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন। আবারও ঘটনাস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের গাড়ি ঘেরাও। পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

স্নাতকোত্তরে অনলাইনে পরীক্ষা হয়েছে। তার ফলে অনেকেই বেশি নম্বর পেয়েছেন বলেই দাবি পড়ুয়ারা। স্নাতকোত্তরে আসন সংখ্যা কম হওয়ায় ভরতির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাঁদের। তাই আসন বৃদ্ধির দাবিতে সরব পড়ুয়ারা। উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথাও বলার চেষ্টা করেন পড়ুয়ারা। তবে উপাচার্য পড়ুয়াদের কথাবার্তায় কান দেননি বলেই অভিযোগ। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় গাড়িও ঘেরাও করেন পড়ুয়ারা।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]

ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে দেন উপাচার্য। অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভ হঠাতে পুলিশ লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। বিশ্ববিদ্যালয় থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় বিক্ষোভকারীদের।

তবে এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরেই রয়েছেন পড়ুয়ারা। যতক্ষণ না পর্যন্ত দাবিপূরণ হবে, ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলেই জানান বিক্ষোভকারীরা। তবে এখনও পর্যন্ত ছাত্র বিক্ষোভের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

[আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু বরের থাপ্পড়! প্রতিবাদে তুতো ভাইয়ের গলাতেই মালা দিলেন তরুণী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement