Advertisement
Advertisement
কলেজে ভরতি

চলতি শিক্ষাবর্ষে অনলাইনে স্নাতকে ভরতি, সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

খুশি পড়ুয়া-অভিভাবকরা৷

Calcutta university admission goes completely online
Published by: Sayani Sen
  • Posted:May 16, 2019 7:21 pm
  • Updated:May 16, 2019 7:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ভরতি হবে অনলাইনেই৷ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আগামী ২৭ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ৷ তারপর থেকে শুরু হবে ফর্ম ফিল-আপের প্রক্রিয়া৷ ১০ জুনের মধ্যে প্রতিটি কলেজেই মেধাতালিকা প্রকাশ করতে হবে৷ তার ঠিক দু’দিন পর ১২ জুন থেকে ভরতি প্রক্রিয়া শুরু হবে৷ ৬ জুলাই থেকেই শুরু হবে পঠনপাঠন৷

[ আরও পড়ুন: ক্ষতে প্রলেপ, বিদ্যাসাগরকে পাশে নিয়ে প্রচার সারলেন অনুপম হাজরা]

স্নাতকে ভরতি নিয়ে অনিয়মের অভিযোগ বহুবার উঠেছে৷ বারবার শিরোনামে উঠে এসেছে শহরের একাধিক নামজাদা কলেজে৷ ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে শিক্ষাঙ্গন৷ এছাড়াও সঙ্গে রয়েছে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কলেজে ভরতির ফর্ম তোলার ঝক্কি৷ এই সমস্যা থেকে রেহাই দিতে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ চলতি শিক্ষাবর্ষ থেকে অনলাইনেই ভরতি হতে পারবে পড়ুয়ায়া। আগামী ২৭ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে৷ তারপরই কলেজে কলেজে শুরু হবে ভরতি প্রক্রিয়া৷ অনলাইনে ফর্ম ফিল-আপ করে জমা দিতে হবে পড়ুয়াদের৷ আগামী ১০ জুনের প্রতিটি কলেজেই মেধাতালিকা প্রকাশ করতে হবে৷ তার ঠিক দু’দিন পর ১২ জুন থেকে ভরতি প্রক্রিয়া শুরু হবে৷ ৬ জুলাই থেকেই শুরু হবে পঠনপাঠন৷

Advertisement

[আরও পড়ুন: বারুইপুরে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিজেপি নেতাদের]

অশান্তি এড়াতে স্নাতক স্তরে অনলাইনে ছাত্র ভরতি শুরু করা হোক, আগেও বহুবার এই দাবি উঠেছে৷ সেই দাবি মেনে অনলাইনে ভরতি প্রক্রিয়ার সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা৷ প্রচণ্ড গরমে কলেজে ভরতির লাইনে দাঁড়ানোর ঝক্কি এবং অশান্তি এড়াতে পারবেন ভেবেই খুশি অভিভাবকরাও৷ এছাড়াও অনলাইনে ভরতি ক্ষেত্রে কোনও অনিয়ম হবে না বলেও আশাবাদী তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement