ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার : ‘‘একজন মায়ের কাছে তাঁর সন্তানের মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ হতে পারে না।’’ করোনাকালে চিকিৎসার গাফিলতির অভিযোগে এক যুবকের মৃত্যু মামলায় কাঠগড়ায় ওঠা হাসপাতালের উদ্দেশে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।
মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাই কোর্টে। মামলার শুনানি চলাকালীন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, এই বিষয়ে আদালত চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে বেসরকারি হাসপাতালকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে মৃতের পরিবার ও বেসরকারি হাসপাতালকে তাদের অবস্থান জানাতে হবে পরবর্তী শুনানিতে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা বছর আঠারোর শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১০ জুলাই শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ইএসআই হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় মিডল্যান্ড বেসরকারি হাসপাতালে। অভিযোগ, সেখানে চিকিৎসা ও কোনও পরীক্ষা না করে রোগীর করোনা হয়েছে বলে দাবি করা হয়েছিল। একটি ‘কাঁচা রিপোর্ট’ বানিয়ে ভর্তি না নিয়ে ফের সরকারি হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, একপ্রকার চিকিৎসা না পেয়েই মারা যান শুভজিৎ। মৃত ছাত্রের পরিবারের দাবি, ‘‘অসুস্থ ছাত্রকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় আধ ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপর বেলঘরিয়া থানায় ১০১ ডায়াল করে ফোন করায় হাসপাতাল তড়িঘড়ি জানায়, শুভ্রজিৎ করোনায় আক্রান্ত।’’
হাসপাতালের আইনজীবী জিষ্ণু বসুর দাবি, ‘‘সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বেসরকারি নার্সিং হোমটি করোনা রোগীদের জন্য চিহ্নিত নয়। তাই তাঁকে চিকিৎসা করা সম্ভব হয়নি।’’ মৃতের মায়ের অভিযোগ, দিনভর ঘুরে ঘুরে কোনও রকমে ওই ছাত্রকে প্রথমে সাগর দত্ত ও পরে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। মেডিক্যাল কলেজের রিপোর্টে জানানো হয়, শুভ্রজিৎ করোনায় আক্রান্ত নয়। তার শ্বাসকষ্টের সময়ে অক্সিজেন না মেলায় মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
রাজ্যের স্বাস্থ্য কমিশনের কাছেও আবেদন জানানো হয় দোষীদের শাস্তির দাবিতে। সম্প্রতি স্বাস্থ্য কমিশন তাদের নির্দেশে জানায়, যেহেতু সরকারি হাসপাতালগুলি তাদের এক্তিয়ারভুক্ত নয়, তাই বেসরকারি মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে বেসরকারি হাসপাতালটি। হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবীর দাবি, ‘‘তারা ক্ষতিপূরণ প্রদান করতে ইচ্ছুক। কিন্তু তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।’’ এনিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে আদালত। মৃতের মা জানান, ‘‘দোষীদের উপযুক্ত শাস্তি হোক।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.