রাহুল রায়: দাবি মতো ঘুষ না পেলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির ‘শাস্তি’। নদিয়ার (Nadia) চাপড়া থানার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ডের নির্দেশ হাই কোর্টের। পাশাপাশি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার নির্দেশও দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। নদীয়ার এক ব্যবসায়ী চাপড়া থানার এসআই চন্দন সাহার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, চন্দন সাহা তাঁর কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। টাকা না দিলে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন। ওই সাব ইন্সপেক্টরের সঙ্গে নিজের কথাবার্তার কল রেকর্ডিংও আদালতে জমা করেছিলেন ব্যবসায়ী। তারপর সেই রেকর্ডিংটির সত্যতা যাচাই করে সিআইডি। আদালতে জানায়, ব্যবসায়ীর অভিযোগ প্রাথমিকভাবে সত্য।
বৃহস্পতিবার সেই মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অন্যান্য বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানেই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনও ওই পুলিশ কর্মীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.