Advertisement
Advertisement
Calcutta High Court

গরুপাচারে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় পালটা মামলা, অমিত শাহর নাম বাদের নির্দেশ হাই কোর্টের

ব্যক্তি অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ নেই, জানাল ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court ordered to drop Amit Shah's name from cow smuggling case | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2022 2:18 pm
  • Updated:August 23, 2022 2:52 pm  

রাহুল রায়: সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের রমরমা নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) পক্ষভুক্ত করেছিলেন মামলাকারী। এবার সেই মামলা থেকে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম বাদ দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।

হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের মত, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে যেহেতু ব্যক্তিগত কোনও অভিযোগ নেই, তাই তাঁকে এই মামলায় ব্যক্তিগত পক্ষভুক্ত করার কোনও যুক্তি নেই।

Advertisement

[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত তরুণ সাংবাদিকের মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী, টুইটে শোকবার্তা]

উল্লেখ্য, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। এই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলা করেন এক আইনজীবী। এদিন মামলায় কেন্দ্রের তরফে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাই তাঁকে মামলায় যুক্ত করা যায় না। তাঁর বিভাগকে যুক্ত করা যেতে পারে।’’ এছাড়াও দাবি, ‘‘তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরে গরু পাচার বাড়ছে সেই যুক্তিও গ্রহণযোগ্য নয়। এই মামলা স্রেফ প্রচারে আসার জন্য। এর সঙ্গে জনগণের কোনও স্বার্থ নেই।’’

[আরও পড়ুন: দূষণ রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের, পুজোর আগেই কলকাতায় চালু ই-ক্যাব]

তবে মামলাকারী রমাপ্রসাদ সরকারের দাবি, সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোথাও সিআইএসএফ (CISF), কোথাও বিএসএফ (BSF)। কিন্তু তাদের নজরদারি এড়িয়ে কীভাবে চলছে গরু পাচার? এক্ষেত্রে কেন্দ্র সরকারের একশো শতাংশ উদাসীনতা রয়েছে।

প্রসঙ্গত, সীমান্তে গরু পাচার (Cattle Smuggling) নতুন কোনও ঘটনা নয়। বিশেষত ভারত-বাংলাদেশ সীমান্তে এ এক চেনা ছবি। কিন্তু সেই আদানপ্রদান কবে, কীভাবে এমন এক আর্থিক কেলেঙ্কারির জন্ম দিল, তদন্ত নেমে সেই অতীতের দিন খুঁজছে সিবিআই। আর এই চক্রের যত কেন্দ্রের দিকে যাওয়া হচ্ছে, ততই হাতে আসছে নতুন নতুন সূত্র। বৃহস্পতিবার গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর সঙ্গে গরু পাচারকারী সন্দেহে ধৃত, অন্যতম মাস্টারমাইন্ড এনামুল হক, সতীশ কুমারদের সরাসরি যোগের অভিযোগ উঠেছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement