Advertisement
Advertisement

বিসর্জন নিয়ে জোড়া নির্দেশ হাই কোর্টের

বারোয়ারি পুজোর ক্ষেত্রে দশমীর দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে৷

Calcutta High Court on Thursday extended the time of immersion of idols of household Durga Pujas for two hours till 6 pm on October 11.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 10:51 am
  • Updated:October 7, 2016 10:51 am

স্টাফ রিপোর্টার: বিসর্জনের সময়সীমা নিয়ে জোড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের৷ বাড়ির পুজোগুলির প্রতিমা বিসর্জন হবে তিথি মেনে৷ বারোয়ারি পুজোর ক্ষেত্রে দশমীর দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে৷ বিসর্জনের সময় নিয়ে কলকাতার বনেদি দুই পরিবারের দায়ের করা মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত রায় দেন, তিথি মেনে বিসর্জন হবে৷

অন্য এক ব্যক্তির দায়ের করা আরেকটি মামলায় প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ বাড়ি ও বারোয়ারি, সব পুজোর ক্ষেত্রেই দশমীর সন্ধ্যা ছ’টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে৷ অন্যদিকে, বিচারপতি দত্ত কলকাতার দুই বনেদি পরিবারের করা মামলার রায় দিতে গিয়ে বলেছেন, বিসর্জনের সঙ্গে ভাবাবেগ জড়িত৷ সময়সীমা দিয়ে একে বাঁধা যায় না৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement