Advertisement
Advertisement

আরও বাড়ল হাই কোর্টে কর্মবিরতির মেয়াদ, কাজকর্ম শিকেয়

কর্মবিরতি না উঠলে এক মহিলা আইনজীবী আত্মহত্যারও হুমকি দিয়েছেন।

Calcutta High Court not to function till April 25
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2018 4:06 pm
  • Updated:November 12, 2018 6:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটল না অচলাবস্থা৷ আরও বাড়ল কর্মবিরতির মেয়াদ৷ আগামী এক সপ্তাহ কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবীরা৷ আজ ছিল বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ও ইনকর্পোরেটেড ল অ্যাসোসিয়েশনের বৈঠক৷ বৈঠকের পর আগামী ২৫ তারিখ পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত কলকাতা হাই কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে৷

আজ, বৃহস্পতিবার ছিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সাধারণ সভা৷ সেখানেই স্থির হয়, কর্মবিরতি আন্দোলন আরও এক সপ্তাহ বাড়ানো হবে৷ তবে মনে করা হয়েছিল, আজই কাটতে পারে জট৷ স্বাভাবিক হতে পারে পরিস্থিতি৷ কিন্তু, বরং উলটো ঘটনায় ঘটল অ্যাসোসিয়েশনের সাধারণ সভায়৷

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য অ্যাসোসিয়েশন-সহ আরও দুই আইনজীবীদের সংগঠনকে দুই মাস ধরে চলা কর্মবিরতি আন্দোলন প্রত্যাহারের আরজি জানিয়ে চিঠি দেন৷ তাতে আশ্বাস দেওয়া হয়, সুপ্রিম কোর্ট ও আইনমন্ত্রক বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে৷ খুব দ্রুত বিচারপতি নিয়োগ করা হবে বলেও জানান তিনি৷ ওই চিঠিতে আরও বলা হয়, যেহেতু সুপ্রিম কোর্টের কলেজিয়াম ও কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রক বিচারপতি নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই আইনজীবীরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেন৷ বৃহত্তর স্বার্থে, বিশেষত মামলাকারীদের মুখ চেয়ে আদালত স্বাভাবিকভাবে চলার আরজিও জানান তিনি৷

বিচারপতির এই চিঠি ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আজ আইনজীবীরা বৈঠকে বসেন৷ ওই বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিচারপতির সংখ্যা কম৷ অবিলম্বে নতুন বিচারপতি নিয়োগের  দাবি নিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে চলতে থাকা আন্দোলন চলবে আরও এক সপ্তাহ৷ তবে, লাগাতার এই কর্মবিরতি চলতে থাকার কারণে হাই কোর্টের কাজকর্ম সবই শিকেয় উঠেছে৷ অর্থনৈতিক ভাবে অনেকেই সমস্যায় পড়ছেন৷ আইনজীবীদের একাংশ আবার কর্মবিরতি চলাকালীন মাসে ১৫ হাজার টাকা করে মাসোহারা দেওয়ার ব্যবস্থা করার জন্য অ্যাসোসিয়েশনের উপর চাপ বাড়িয়েছেন বলে আদালত সূত্রে খবর৷ কর্মবিরতি না উঠলে এক মহিলা আইনজীবী আত্মহত্যারও হুমকি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement