Advertisement
Advertisement

Breaking News

আরও বাড়ল হাই কোর্টে কর্মবিরতির মেয়াদ, কাজকর্ম শিকেয়

কর্মবিরতি না উঠলে এক মহিলা আইনজীবী আত্মহত্যারও হুমকি দিয়েছেন।

Calcutta High Court not to function till April 25
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2018 4:06 pm
  • Updated:November 12, 2018 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটল না অচলাবস্থা৷ আরও বাড়ল কর্মবিরতির মেয়াদ৷ আগামী এক সপ্তাহ কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবীরা৷ আজ ছিল বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ও ইনকর্পোরেটেড ল অ্যাসোসিয়েশনের বৈঠক৷ বৈঠকের পর আগামী ২৫ তারিখ পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত কলকাতা হাই কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে৷

আজ, বৃহস্পতিবার ছিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সাধারণ সভা৷ সেখানেই স্থির হয়, কর্মবিরতি আন্দোলন আরও এক সপ্তাহ বাড়ানো হবে৷ তবে মনে করা হয়েছিল, আজই কাটতে পারে জট৷ স্বাভাবিক হতে পারে পরিস্থিতি৷ কিন্তু, বরং উলটো ঘটনায় ঘটল অ্যাসোসিয়েশনের সাধারণ সভায়৷

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য অ্যাসোসিয়েশন-সহ আরও দুই আইনজীবীদের সংগঠনকে দুই মাস ধরে চলা কর্মবিরতি আন্দোলন প্রত্যাহারের আরজি জানিয়ে চিঠি দেন৷ তাতে আশ্বাস দেওয়া হয়, সুপ্রিম কোর্ট ও আইনমন্ত্রক বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে৷ খুব দ্রুত বিচারপতি নিয়োগ করা হবে বলেও জানান তিনি৷ ওই চিঠিতে আরও বলা হয়, যেহেতু সুপ্রিম কোর্টের কলেজিয়াম ও কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রক বিচারপতি নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই আইনজীবীরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেন৷ বৃহত্তর স্বার্থে, বিশেষত মামলাকারীদের মুখ চেয়ে আদালত স্বাভাবিকভাবে চলার আরজিও জানান তিনি৷

বিচারপতির এই চিঠি ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আজ আইনজীবীরা বৈঠকে বসেন৷ ওই বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিচারপতির সংখ্যা কম৷ অবিলম্বে নতুন বিচারপতি নিয়োগের  দাবি নিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে চলতে থাকা আন্দোলন চলবে আরও এক সপ্তাহ৷ তবে, লাগাতার এই কর্মবিরতি চলতে থাকার কারণে হাই কোর্টের কাজকর্ম সবই শিকেয় উঠেছে৷ অর্থনৈতিক ভাবে অনেকেই সমস্যায় পড়ছেন৷ আইনজীবীদের একাংশ আবার কর্মবিরতি চলাকালীন মাসে ১৫ হাজার টাকা করে মাসোহারা দেওয়ার ব্যবস্থা করার জন্য অ্যাসোসিয়েশনের উপর চাপ বাড়িয়েছেন বলে আদালত সূত্রে খবর৷ কর্মবিরতি না উঠলে এক মহিলা আইনজীবী আত্মহত্যারও হুমকি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement