Advertisement
Advertisement
Calcutta High Court

GTA নিয়োগ দুর্নীতির পর বক্সা সংক্রান্ত মামলা থেকেও সরে দাঁড়ালেন বিচারপতি বসু

কেন সরলেন বিচারপতি?

Calcutta High Court: Justice Bose withdraws from Buxa related case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 26, 2025 4:55 pm
  • Updated:February 26, 2025 4:56 pm  

গোবিন্দ রায়: একই দিনে দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে বন্ধের মামলা থেকেও সরে দাঁড়ালেন তিনি। এক্ষেত্রেও রাজ্যের আর্জি মেনে হাই কোর্টের বদলে সার্কিট বেঞ্চে মামলাগুলো চালানোর যুক্তি মেনেই অব্যবহতি নেন বিচারপতি। আর এতেই প্রশ্ন উঠছে এতদিন পর হঠাৎ রাজ্য এই মামলা হাই কোর্ট থেকে কেন সরানোর দাবি জানাল?

বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট সংক্রান্ত মামলার শুনানি। রাজ্যের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনিও সার্কিট বেঞ্চ প্রসঙ্গ তোলেন। সার্কিট বেঞ্চের আইন তুলে ধরেন। এরপরই এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবিষয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, “জায়গা নয়, বিচারপতি গুরুত্বপূর্ণ।”

Advertisement

উল্লেখ্য, এদিন জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার মামলা থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে রাজ্যের ভূমিকাকে তুলে ধরেন তিনি। সাফ জানান, এই ইস্যুতে রাজ্যের ভূমিকায় রীতিমতো হতাশ বিচারপতি। বিরক্তি প্রকাশ করেই মামলা থেকে সরেন বিচারপতি বসু। কয়েকঘণ্টার ব্যবধানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মামলা থেকেও সরলেন বিচারপতি বসু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement