Advertisement
Advertisement

Breaking News

Kalighater kaku

বড় ধাক্কা, হাই কোর্টে খারিজ কালীঘাটের কাকুর আগাম জামিনের আর্জি

কোন যুক্তিকে জামিন খারিজ করল আদালত?

Calcutta High Court junks anticipatory bail plea of Kalighater kaku
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 16, 2024 7:19 pm
  • Updated:December 16, 2024 7:19 pm  

গোবিন্দ রায়: হাই কোর্টে বড় ধাক্কা। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আদালত।  যেহেতু  প্রোডাকশান ওয়ারেন্ট জারি হয়েছে, এর অর্থ সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছে। তাই আগাম জামিনের আর্জি গ্রহণযোগ্য নয়।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করতে পারে সিবিআই। এই আশঙ্কায় গত মাসেই আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচী সুজয়কৃষ্ণের আইনজীবীকে বলেন, “আমাদের মতে সুজয়কৃষ্ণকে গ্রেপ্তার করছে সিবিআই। যেহেতু গ্রেপ্তারের পর আদালতে পেশ করা সম্ভব হয়নি, তাই এই প্রশ্ন আপনি তুলতেই পারেন যে এই গ্রেপ্তারি বৈধ কি না? কিন্তু তার প্রেক্ষিতে সিবিআইয়ের কিছু যুক্তি রয়েছে।”

Advertisement

সিবিআইয়ের আইনজীবী বলেন, “আমরা আদালতের সামনে পেশ করার জন্য জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু জেলের তরফে জানানো হয় তিনি অসুস্থ, তাই সশরীরে তাকে পেশ করা সম্ভব নয়। এমনকী ভারচুয়ালিও পেশ করা সম্ভব নয়।” সবপক্ষের যুক্তি শুনে বিচারপতি বলেন, “আদালতে পেশ করা সম্ভব হয়নি কেন, সেটা আগাম জামিনের মামলার বিচার্য বিষয় নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement