Advertisement
Advertisement
Calcutta high court allows green crackers during ongoing festive season

দীপাবলিতে ফাটানো যাবে বাজি, সুপ্রিম কোর্টের নির্দেশে সায় কলকাতা হাই কোর্টের

কলকাতা হাই কোর্টের নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Calcutta high court allows green crackers during ongoing festive season । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 3, 2021 3:27 pm
  • Updated:November 3, 2021 4:34 pm  

শুভঙ্কর বসু: দীপাবলিতে (Diwali 2021) রাজ্যে শর্তসাপেক্ষে ফাটানো যাবে বাজি। তবে তা হতে হবে পরিবেশবান্ধব (Green Cracker)। সুপ্রিম কোর্টের পর বাজিতে ছাড় দিল কলকাতা হাই কোর্ট। নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 

বাজি মামলায় বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) তরফে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো দ্বারা স্বীকৃত বাজি ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না। পরিবেশবান্ধব বাজি যাতে বিক্রি হয় সেদিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দু’ঘণ্টা বাজি ফাটানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তার ফলে বাতাস কতটা দূষিত হল, সেই বিষয়টিও খতিয়ে দেখার দায়িত্ব রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে হলফনামা জমা দিতে হবে। পরিবেশবান্ধব বাজি ছাড়া অন্য কিছু বিক্রি করবেন না বলে হাই কোর্টে মুচলেকা দেন ব্যবসায়ীরা। 

Advertisement

[আরও পড়ুন: দীপাবলির আগেই সুভাষগ্রাম থেকে গ্রেপ্তার জেএমবি জঙ্গি, উদ্ধার জাল পরিচয়পত্র]

করোনা পরিস্থিতিতে বাজি ফাটানো বন্ধের আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রোশনি আলি। সেই মামলার শুনানিতে দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, বড়দিন এবং বর্ষবরণের রাতে রাজ্যে বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। জানানো হয়, করোনা পরিস্থিতিতে বাজি ফাটালে করোনা রোগী এবং করোনাজয়ীদের শ্বাসকষ্ট হতে পারে। ব্যবসায়িক স্বার্থ মানুষের জীবনের থেকে বড় হতে পারে না।

তবে রাজ্যের ৩৩ লক্ষ বাজি ব্যবসায়ী কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়। ওই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে বাজি ফাটানোর রায় দেয় সর্বোচ্চ আদালত। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে বলে জানিয়ে দেওয়া হয়। তবে পরিবেশবান্ধব বাজি ফাটানো হচ্ছে কিনা, সে বিষয়ে রাজ্য সরকারকে নজর রাখতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়। সেই রায়ের পর বেআইনি বাজি বন্ধের আরজি নিয়ে বুধবার ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট।

[আরও পড়ুন: অভাব বড় বালাই! তালিবান জমানায় সংসার বাঁচাতে ছোট্ট মেয়েদের ‘বিক্রি’ করে দিচ্ছেন আম আফগানরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement