Advertisement
Advertisement
Justice Amrita Sinha

ফের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন বিচারপতি সিনহা

আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

Calcutta HC's justice Amrita Sinha directs to demolish illegal construction । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 24, 2023 9:21 pm
  • Updated:November 24, 2023 9:21 pm

গোবিন্দ রায়: ফের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হেঁটে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

খাস কলকাতার একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। নির্দেশ কার্যকর করতে যত প্রয়োজন ততই বাহিনী মোতায়েন করতে হবে। ডিসি বন্দরকে প্রয়োজনীয় বাহিনী দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: হাজারও বাধা পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে পৌঁছল ওষুধ, খুদেকে নবজীবন দান হ্যাম রেডিওর]

উল্লেখ্য, বৃহস্পতিবারই হাওড়ার লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের করেন সন্ধ্যা ঘোষ নামে এক মহিলা। সিঙ্গল বেঞ্চ ওই বেআইনি নির্মান ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি রাই চট্টোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই রায় বহাল রাখে। গত ৪ সেপ্টেম্বর বালি পুরসভার তরফে বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়া হয়। তবে বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয়নি। পুলিশের সাহায্য ছাড়া তা সম্ভব নয় বলেই জানিয়ে দেয় পুরসভা। বৃহস্পতিবার বেআইনি নির্মাণ নিয়ে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, “একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয়, তাহলে তা বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।”

[আরও পড়ুন: পাত্রী চাই! সঙ্গিনীর খোঁজে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল বাঘ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement