Advertisement
Advertisement

Breaking News

Shahjahan Sheikh

কী পদক্ষেপ নিয়েছিল নিম্ন আদালত? শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলায় রাজ্যের জবাব তলব হাই কোর্টের

বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।

Kolkata HC seeks lower court's action against Shahjahan Sheikh
Published by: Sucheta Sengupta
  • Posted:March 19, 2025 1:41 pm
  • Updated:March 19, 2025 2:29 pm  

গোবিন্দ রায়: বছর ছয় আগেকার তিনটি খুনের মামলায় শাহজাহান শেখ-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলায় নিম্ন আদালতের পদক্ষেপের কথা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলাকারী বা রাজ্য সরকারকে তথ্য জমা দিতে হবে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।

সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান-সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ২০১৯ সালে তিন-তিনটি খুনের ঘটনার অভিযোগ ওঠে। তাতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে হাই কোর্ট জানতে চাইল, শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বিরুদ্ধে নিম্ন আদালত এই মামলায় কী পদক্ষেপ নিয়েছিল।

Advertisement

রাজ্যের তরফে আইনজীবী জানান, ওই ঘটনায় ২৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, প্রত্যক্ষদর্শীর বয়ানে শাহজাহানকে শনাক্ত করেছিল, সেটার কগনিজেন্স নেওয়া হয়েছিল? যদি নেওয়া হয়, তাহলে তার নথি পেশ করা হোক আদালতে। ২০১৯-এ চার্জশিট জমা দেওয়া হয়েছিল? সেই প্রশ্নও তোলেন বিচারপতি সেনগুপ্ত। এরপর বিচারপতি জানান, ২০১৯ সালে এই মামলায় নিম্ন আদালত কী কী পদক্ষেপ নিয়েছিল, সেসব তথ্য দিতে হবে। রাজ্য সরকার হোক বা মামলাকারী, যে কেউ সেই তথ্য দিতে পারেন। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।

রেশন দুর্নীতি মামলায় প্রথমে পুলিশ ও পরে ইডির হাতে গ্রেপ্তার হয়ে আপাতত জেলবন্দি শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। তবে সেখানে বসেও তিনি নিয়মিত নিজের দাপট জারি রেখেছেন বলে অভিযোগ। জেল থেকে ফোনে হুমকির অভিযোগও ওঠে সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহানের বিরুদ্ধে। সরবেড়িয়ার এক পরিবার অভিযোগ করেছে, শাহজাহানের হুমকি ফোনে তাঁরা ভীত, সুরক্ষার স্বার্থে নিজেদের ঘরবন্দি করে রেখেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub