Advertisement
Advertisement

Breaking News

লক্ষ্মীবারেই কাটছে বিজেপির রথযাত্রার জট, রায় শোনাবে হাই কোর্ট

রায় ঘোষণা করবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷

Calcutta HC verdict on BJP Rath Yatra
Published by: Tanujit Das
  • Posted:December 19, 2018 6:45 pm
  • Updated:December 19, 2018 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভবত বৃহস্পতিবারই কাটতে চলেছে বিজেপির রথযাত্রা কর্মসূচির জট৷ ওইদিনই এই কর্মসূচি সংক্রান্ত রায় ঘোষণা করবেন বলে বুধবার শুনানি শেষে জানিয়েছেন কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ তার আগে অবশ্য বিজেপি ও রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেবেন বিচারপতি৷ আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার শুনানির শুরুতে ১৫ মিনিট বিজেপিকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে এবং ১০ মিনিট রাজ্য সরকারকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে৷ এরপরই রায় শোনাবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷

[আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, হাওড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের]

Advertisement

আদালত সূত্রে খবর, বুধবার রাজ্যের তরফে বক্তব্য পেশ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ বিচারপতির সামনে বিজেপির রথযাত্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেশ করেন তিনি৷ এদিন এজি বলেন, ”বিজেপির এই রথযাত্রা কর্মসূচি পালন হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে৷ একাধিক এলাকায় গন্ডগোল বাধতে পারে৷ রাজ্যের গোয়েন্দা রিপোর্ট, এসপি-দের রিপোর্টেও এই তথ্য পেশ করা হয়েছে৷” এখানেই শেষ নয়, কিশোর দত্ত আরও বলেন, “রথযাত্রা সংক্রান্ত যে লিফলেট বিজেপি বিলি করেছে, সেখানে একাধিক বিতর্কিত বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে৷ ওই লিফলেট দেখেই স্পষ্ট যে, ওটা রাজনৈতিক উদ্দেশে করা কোনও কর্মসূচি নয়৷ এর পিছনে সাম্প্রদায়িক অ্যাজেন্ডা রয়েছে৷” সূত্রের খবর, এরপরই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তোপের মুখে পড়েন এজি কিশোর দত্ত৷ একটা লিফলেটের উপর ভিত্তি করে কোনও রাজনৈতিক দলের কর্মসূচি বাতিল করা উচিত নয় বলে ভর্ৎসনা করেন বিচারপতি৷ তিনি আরও জানান, রাজনৈতিক যেকোনও কর্মসূচিতেই গন্ডগোলের আশঙ্কা থাকে৷ কিন্তু সেটা যাতে না হয়, তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব৷

[রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, মন্ত্রী হচ্ছেন সুজিত বসু-তাপস রায়]

মঙ্গলবার বিজেপির রথযাত্রা সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে হাই কোর্টে৷ মঙ্গলবারের শুনানি শেষে রাজ্য সরকার ও বিজেপিকে আলাদা আলাদা দুটি নির্দেশিকা দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ সরকারের উদ্দেশে দেওয়া নির্দেশিকায় বিচারপতি জানান, রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বিজেপি নেতাদের লালবাজারে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের ভিডিও ফুটেজ জমা দিতে হবে৷ এবং বিজেপিকে দেওয়া নির্দেশিকায় তিনি বলেন, রথযাত্রা সংক্রান্ত কী কী ‘সেলফ রেসট্রিকশন’ পদক্ষেপ তাঁরা নিচ্ছেন সেই সংক্রান্ত নথি সিলবন্ধ খামে আদালতে জমা করতে হবে৷ এরপর বুধবার আবারও শুনানি হয় এবং সেখানেই বৃহস্পতিবার রায় ঘোষণার কথা জানান বিচারপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement