Advertisement
Advertisement

১৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ফের বিজেপির মিছিল, নির্দেশ হাই কোর্টের

তৃণমূলে্র বিরুদ্ধে হামলার অভিযোগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বয়কট নিতীন গড়করির৷

Calcutta HC to monitor BJP rallies in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2018 11:01 am
  • Updated:January 12, 2018 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আইন-শৃঙ্খলাজনিত কারণে অনুমতি দিতে রাজি ছিল না রাজ্য পুলিশ৷ হাই কোর্টে মামলা করে রাজ্য জুড়ে সংকল্প প্রতিরোধ যাত্রা করার অনুমতি আদায় করেছিল বিজেপি৷ কিন্তু, সেই মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি হল খাস কলকাতাতেই৷ শাসকদলের হাতে দলের কর্মীদের মার খেতে হল বলে অভিযোগ৷ ফের রাজ্যে সরকারের বিরুদ্ধে আদালতেরই দ্বারস্থ বিজেপি৷ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্যের নির্দেশ, আগামী ১৫ জানুয়ারি থেকে ফের বিজেপি মিছিল শুরু হবে৷ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত৷ মিছিল তদারকি করবেন স্পেশাল অফিসার ও ম্যাজিস্ট্রেট৷ এদিকে দলের কর্মীর উপর হামলার অভিযোগে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতীন গড়করি৷ কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে সেকথা নবান্নকে জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর৷

[বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র জোড়াবাগান, চলল ব্যাপক ভাঙচুর]

Advertisement

শুক্রবার সকালে বিজেপি-র সংকল্প প্রতিরোধ যাত্রাকে কেন্দ্রে তুমুল অশান্তি শহরে৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রে জোড়াবাগান৷ চলল ব্যাপক ভাঙচুর৷ এমনকী, হামলার ঘটনা ঘটল মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি সদর দপ্তরেও৷ এককথায় অগ্নিগর্ভ পরিস্থিতি৷ বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরা৷ আদালতে নির্দেশ সত্ত্বেও দলের যুব মোর্চাকে মিছিলকে নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন৷ শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্যের কাছে অভিযোগও জানিয়েছে বিজেপি৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে ফের মামলা শুনানি হয়৷ হাই কোর্টের নির্দেশ, আগামী ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ফের বিজেপির মিছিল হবে৷ অশান্তি ঠেকাতে মিছিল হাজির থাকবেন স্পেশাল অফিসার ও ম্যাজিস্ট্রেট৷ এদিকে, দুপুরে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগে ও গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশের বিক্ষোভ দেখাল বিজেপি৷ মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ শামিল হয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ বিকেলের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করার কথা রাজ্য বিজেপির নেতৃত্বের৷

[প্রথমবার সন্তানসম্ভবা হলেই এবার থেকে মিলবে টাকা]

এদিকে, কলকাতা তৃণমূল-বিজেপি সংঘর্ষে আঁচ পৌছল দিল্লিতেও৷ জানা গিয়েছে, তণমূলের বিরুদ্ধে দলের কর্মীর উপর হামলার প্রতিবাদে বিশ্ববাংলা বাণিজ্য সম্মলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর নিতীন গড়করি৷ নবান্ন থেক চিঠি দিয়ে সেকথা জানিয়েও দিয়েছে কেন্দ্র৷ প্রসঙ্গত, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়৷ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নিতীন গড়কড়ির৷ কিন্তু, শেষপর্যন্ত তিনি যদি সত্যিই না আসেন, তাহলে রাজ্য সরকারে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি থাকবেন না৷

[তাপমাত্রা তুলনায় বাড়লেও রাজ্যে বহাল থাকবে ঠান্ডা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement