Advertisement
Advertisement
Calcutta HC

নিয়োগ মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ হাই কোর্টের

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।

Calcutta HC summons WBCHSE president to be present physically on July 18 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 11, 2023 4:52 pm
  • Updated:July 11, 2023 5:59 pm  

গোবিন্দ রায়: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সশরীরে তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে হাজিরা দিতে হবে আগামী ১৮ জুলাই। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শম্পা ঘোড়ুই নামে এক আবেদনকারীর মামলার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, শম্পা ঘোড়ুইয়ের আবেদন খতিয়ে দেখে নথিপত্র-সহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ১৮ তারিখ তাঁদের হাজিরা দেওয়ার কথা। ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্যানেলে নাম ওঠা সত্ত্বেও তিনি চাকরি পাননি। নিয়োগ কেন হল না, তা নিয়ে আদালতে মামলা করেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাঁকে জানানো হয়, সাধারণ শ্রেণির আবেদনকারী হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত প্রার্থীদের মতো রেজিস্ট্রেশন ফি জমা করেছিলেন। সেই কারণে পর্ষদ তাঁর কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফিজও নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এরপরও নিয়োগপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন শম্পা।

Advertisement

[আরও পড়ুন: ইসলাম নিয়ে ভারত গর্বিত! মুসলিম সম্মেলনে গিয়ে মন্তব্য অজিত ডোভালের]

তাঁর আবেদন ছিল, ফিজ দেওয়া নিয়ে যে সমস্যার কথা যুক্তি হিসেবে বলেছিল পর্ষদ, সেই সমস্যার তো সমাধান হয়ে গিয়েছে। তাহলে তিনি কেন প্যানেলে নাম থাকা সত্বেও নিয়োগ পাচ্ছেন না? এনিয়ে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি পেশ করে। তাদের সিদ্ধান্তে স্থগিতাদেশ না দিলেও কড়া অবস্থান নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাফ জানালেন, নিজেদের নথিপত্র নিয়ে আগামী ১৮ জুলাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে।

[আরও পড়ুন: চকিতে দলবদল! লাল পার্টির হয়ে জিতেই তৃণমূলে যোগ দিলেন সিপিএম প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement