Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

স্ট্রং রুমের বাইরে কীভাবে ব্যালট? জানতে বিডিও, এসডিও-কে তলব হাই কোর্টের

সরকারি আধিকারিকদের তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

Calcutta HC summons SDO, VDO over dumped ballot boxes | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 2, 2023 8:58 pm
  • Updated:August 2, 2023 8:58 pm  

স্টাফ রিপোর্টার: ব্যালট পেপার সরিয়ে সিপিএম প্রার্থীকে হারানোর অভিযোগে এবার বাঁকুড়ার বড়জোড়ার বিডিও, এসডিও এবং ১৬৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলায় আগামী ৮ আগস্ট তাঁদের আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

মামলাকারী তরফে আইনজীবী ফিরদৌস শামীম জানান, “১১ জুলাই গণনার দিন স্ট্রংরুমের বাইরে থেকে বাম প্রার্থীর পক্ষে ছাপ দেওয়া ২৪৮ টি ব্যালট পেপার উদ্ধার করেন গ্রামের লোকজন।” তার অভিযোগ, “জেলা পরিষদের সিপিএম প্রার্থী শ্যামলী রায়কে ব্যালট সরিয়ে করে হারানো হয়েছে।” যদিও মামলায় রাজ্যের অভিযোগ, এবার অনেক জায়গায় নকল ব্যালট ছাপা হয়েছে। স্থানীয় ভিত্তিতে গ্রামের লোকজন সেই নকল ব্যালট ছাপাতে পারে বলেও আইনজীবীর অনুমান।

Advertisement

[আরও পড়ুন: করম পুজো এবং শববরাতেও রাজ্যে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

বিচারপতি সিনহা জানতে চান, গ্রামের লোকজন ব্যালট ছাপানোর মতো টাকা পাবেন কোথা থেকে? কিন্তু তার সাপেক্ষে কোনও যুক্তি দিতে পারেননি সরকারি কৌঁসুলি। তার প্রেক্ষিতে কী করে ব্যবহার করা ব্যালট পেপার স্ট্রংরুমের বাইরে এল তা জানার জন্যই ওই তিন অফিসারকে তলব করা হয়েছে।

[আরও পড়ুন: রাজ্যের ঋণের পরিমাণ ৭ লক্ষ কোটি? ‘মিথ্যাচার’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী]

উল্লেখ্য এবারের পঞ্চায়েত নির্বাচনে একাধিক সরকারি আধিকারিকের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। ভোটের আগে থেকে গণনাপর্ব পর্যন্ত সরকারি আধিকারিকদের ভোটে কারচুপিতে যুক্ত থাকার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। সেই তালিকায় নাম জুড়ল বড়জোড়ার বিডিও-এসডিওদেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement