গোবিন্দ রায়: ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল তৃণমূল (TMC) নেতার! এবার অভিযোগ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে। তিনি না কি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। এমনকী, তিনি নিজে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে প্রাথমিক স্কুল শিক্ষক (Primary School Teacher) হিসেবে চাকরি করছেন! এই অভিযোগ পাওয়ার পরই তৃণমূল নেতাকে কলকাতা হাই কোর্টে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ১৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দুপুর একটার মধ্য়ে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। অভিযোগ, তিনি অষ্টম পাস করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন। আবার পর্ষদের আপিল কমিটিতেও ছিলেন তিনি। বর্তমানে তিনি আর আপিল কমিটির সদস্য নন। এই অভিযোগ পাওয়ার পর ১৬ ডিসেম্বর স্বশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
দেবজ্যোতির বাড়ির ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানাকে অবগত করতে হবে, বারাকপুর পুলিশ কমিশনারকে এমনই নির্দেশ দিল আদালত। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি, যদি তিনি (দেবজ্যোতি ঘোষ) হাজিরা এড়িয়ে যান তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, দেবজ্যোতি ঘোষ মূল নিয়োগ দুর্নীতি মামলার পার্টি। যাকে ইতিমধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। দেখা গিয়েছে, দেবজ্যোতি নিজেকে পাসপোর্টে ফর্মে অষ্টম পাস করেছেন বলে দাবি করেছেন। অথচ তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। বেতন নিচ্ছেন। অথচ তিনি নির্বাচনে লড়ার আগে আদৌ অনুমতি নিয়েছেন কি না তা দেখা দরকার, মত বিচারপতির। এমনকী, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। এবার তাঁকে স্বশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.