Advertisement
Advertisement
Calcutta High Court

পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের

হনুমান জয়ন্তী নিয়ে রাজ্য়কে আগেভাগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

Calcutta HC suggests WB govt to apply central force if police can't
Published by: Paramita Paul
  • Posted:April 5, 2023 1:20 pm
  • Updated:April 5, 2023 1:20 pm  

গোবিন্দ রায়: রাজ্য পুলিশ সামলাতে না পারলে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক নবান্ন। বাংলায় দফায়-দফায় অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় এমনই মন্তব্য় করলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবাগ্নানমের ডিভিশন বেঞ্চ। বিচারপতির পরামর্শ, “চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল (Prevention is Better than Cure)। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

রামনবমীতে শিবপুর-রিষড়ার অশান্তি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি চলাকালীন তাৎপর্যপূর্ণ মন্তব্য করল ডিভিশন বেঞ্চ। হনুমান জয়ন্তী নিয়ে রাজ্য়কে আগেভাগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য় নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বাংলার রামনবমী বা হনুমান জয়ন্তীর মিছিলে রাজ্য় পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে মুম্বইয়ের গণেশ চতুর্থীর প্রসঙ্গও টেনে আনেন বিচারপতি। তাঁর কথায়, “গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ।”

Advertisement

শিবপুর-রিষড়ায় শান্তি ফেরাতে, মানুষের মনে আস্থা ফেরাতে রুট মার্চের প্রয়োজন আছে বলে মনে করেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, “শান্তি ফেরাবার জন্য কিছু করা দরকার। প্রাকৃতিক দূর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে। সেরকম কিছু দরকার হলে প্রয়োজনীয় সাহায্য নিন।” মিছিলের অনুমতি প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সুপারিশ, “এধরনের মিছিল কোনও যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার।” রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এহেন পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement