Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

Amit Shah: ধর্মতলায় ২৯ নভেম্বরই শাহী সভা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ হাই কোর্টের

সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার।

Calcutta HC slams police after cancelling Amit Shah rally at Dharmatala | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 20, 2023 3:43 pm
  • Updated:November 20, 2023 5:47 pm  

গোবিন্দ রায়: আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তা তারা আদালতকে জানাতে পারবে। আগামী বুধবার পরবর্তী শুনানি।

ধর্মতলায় বিজেপির (BJP) বঞ্চনা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। আগামী ২৯ নভেম্বর সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতেই পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। বলে দেন, সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ।

Advertisement

বিজেপির এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শেষ পর্যন্ত কর্মসূচির অনুমতি না মিললে শাহর আসা অনিশ্চিত হয়ে পড়বে। আর সেই কারণে আদালতের চৌকাঠে তদ্বির বিজেপির। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা প্রথমে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু ১৫ দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। পরে ২৯ নভেম্বর সভা করতে চেয়ে নতুন করে আবেদন করা হয়। তবে কোনও কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ। দ্বিতীয় বাতিলপত্রে বয়ান একইরকম।

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারে স্বপ্নভঙ্গ, যন্ত্রণায় আত্মঘাতী বাঁকুড়ার ক্রিকেটভক্ত]

এরই প্রেক্ষিতে শুনানির সময় হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুলিশের উদ্দেশে বলেন, “আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দুটি চিঠির বয়ান দেখে। এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে।”

এর পরই যোগ করেন, “দুটো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ। একটাতেও আপত্তির কারণ পর্যন্ত উল্লেখ করা নেই। খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে। কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক। কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে।” বলে দেওয়া হয়, ওই দিনই সভা হবে। পরবর্তী শুনানিতে সভার শর্তাবলি জানানো হবে। 

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারে স্বপ্নভঙ্গ, যন্ত্রণায় আত্মঘাতী বাঁকুড়ার ক্রিকেটভক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement