গোবিন্দ রায়: SSC নিয়োগ দুর্নীতি মামলায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা? ওএমআর শিট যারা বিকৃত করেছে, তাদেরই বা কী ব্যবস্থা হয়েছে? এমনই হাজারও প্রশ্ন তুলে সিবিআইকে কার্যত তুলোধোনা করলেন বিচারপতি।
এতদিন ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন কোনও নিষ্পত্তি হচ্ছে না? বিচারপতি প্রশ্ন, যে বা যারা টাকা পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে সিবিআইয়ের ঢিলেঢালা মনোভাব কেন? এই ছ’বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছে। কিছু সুবিধাভোগীকে গ্রেপ্তার করা হচ্ছে, চার্জশিট পেশ হয়েছে। বাকি সুবিধাভোগীদের ছাড় কেন? প্রশ্ন তুলেছেন তিনি।
সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর মন্তব্য, ”কেমন করে সিবিআই তদন্ত করবে সেই উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে? এটা ভাল দেখায় না যে বারবার আদালতকে বলে দিতে হচ্ছে যে সিবিআই এবং কমিশন কীভাবে কাজ করবে? কোর্ট বারবার আপনাদের কাছে জানতে চাইছে, যে এই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, ওই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিন্তু এত ঢিলেঢালা মনোভাব কেন?” এরপর তিনি বলেন, ”তদন্ত তাড়াতাড়ি শেষ করুন, মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না। শূন্যপদ থেকেই যাবে।”
এর আগেও সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী তিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসারকেও সরিয়ে দেন। সেই জায়গায় কাউকে নতুন করে নিয়োগও করেননি। এবার বিচারপতি বসুও মনে করছেন, সিবিআই ঠিকমতো তদন্তের কাজ করছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.