Advertisement
Advertisement
Calcutta HC

শর্তসাপেক্ষে কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল হাই কোর্ট

আগামিকালই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Calcutta HC sets conditions for Sanatani Dharma Sammalan in Contai

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 29, 2025 4:05 pm
  • Updated:April 29, 2025 4:56 pm  

গোবিন্দ রায়: ৩০ এপ্রিল কাঁথিতে সনাতনী ধর্মের সম্মেলন হচ্ছে। শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সর্বাধিক তিন হাজার লোক নিয়ে এই কর্মসূচি পালন করা যাবে। থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আগামিকালই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিচারপতির মৌখিক নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে জানান, তাঁরা ওই রায় চ্যালেঞ্জ করছেন। কিন্তু লিখিত অর্ডার আপলোড না হওয়া পর্যন্ত মামলা শুনতে নারাজ ডিভিশন বেঞ্চ। তাই সন্ধে সাতটায় শুনানির সময় দেওয়া হয়েছে।

Advertisement

৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন দিঘায়। অন্যান্য মানুষও ভিড় জমাবেন দিঘায়। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সৈকত নগরীকে। আর ঠিক ওইদিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি ছিল, ওই সভার জন্য পুলিশি অনুমোদন দেওয়া হয়নি তাঁকে। বাধ্য হয়ে তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু। যদিও পুলিশের দাবি, সেই সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। তার উপর আবার সনাতনী হিন্দুদের মিছিল হলে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়।

বিষয়টি নিয়ে সোমবার হাই কোর্টে দীর্ঘ সওয়াল জবাব চলে। অবশেষ মঙ্গলবার শর্তসাপেক্ষে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মিছিল কিংবা সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন। শর্তসাপেক্ষে সভা, মিছিল করার অনুমতিও পান। এবার অক্ষয় তৃতীয়ায় কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি পেলেন শুভেন্দু।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement