গোবিন্দ রায়: দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু এ পর্যন্ত তা চালু করার হয়নি। পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক- শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে। এবার রাজ্যের উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা কী, তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ২১ জানুয়ারির মধ্যে রাজ্যকে এই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে।
জানা গিয়েছে, ২০২২ সালে কর্মস্থানে বদল চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান অপরূপা পাঠক। বর্তমানে তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত। তিনি বদলি হয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। ২০২২-এ আবেদন করলেও কোনও সুরাহা হয়নি। তার পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা। তাঁর দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তিনি আবেদন করছেন, পোর্টাল সাসপেন্ড করে রেখেছে রাজ্য। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা।
তিনি জিজ্ঞাসা করেন, এই পোর্টাল নিয়ে কী ভাবছে রাজ্য। রাজ্যের অবস্থান জানতে পারলে এই মামলার পরবর্তী নির্দেশ দিতে সুবিধা হয় বলে জানান বিচারপতি। ২১ জানুয়ারির মধ্যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে রাজ্যকে। প্রসঙ্গত, প্রাথমিকের উৎসশ্রী পোর্টাল ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে বন্ধ রয়েছে ওই পোর্টাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.