Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন? জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব আদালতের

২ সপ্তাহ পর পরবর্তী শুনানি।

Calcutta HC seeks report on Jyotipriya Mallicks health condition
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 16, 2024 5:17 pm
  • Updated:July 16, 2024 5:40 pm  

গোবিন্দ রায়: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন? জানতে চাইল কলকাতা হাই কোর্ট। অবিলম্বে প্রয়োজনীয় টেস্ট করিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি।

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিকবার আইনজীবী তাঁর অসুস্থতার কথা তুলে ধরে জামিনের আর্জি করেছেন। প্রতিবারই বিরোধিতা করেছে তদন্তকারী সংস্থা। এদিন ফের আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন আইনজীবী। বলেন, “প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। প্রতিদিন অবনতি হচ্ছে। যেকোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হয়েছিল। কিন্তু কাজ হয়নি।”

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীর যেন ‘মৃত্যু উপত্যকা’, ৩২ মাসে শহিদ ৪৮ জওয়ান, কেন শান্তি অধরা?]

এদিকে ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, জেল হাসপাতালে কোন চিকিৎসা সম্ভব সেটা দেখতে হবে। আগে মেডিক্যাল ওপিনিয়ন নেওয়া দরকার। এর পরই জেল কর্তৃপক্ষকে বিচারপতির নির্দেশ, যে কোনও জায়গা থেকে প্রাক্তন মন্ত্রীর প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা করাতে হবে। এই মামলার শুনানি ২ সপ্তাহ পর। সেদিন পেশ করতে হবে রিপোর্ট। তার পর সিদ্ধান্ত নেবে আদালত।

[আরও পড়ুন: ‘১০ কোটি মানুষকে অপমান’! হরভজনদের সেলিব্রেশনে তীব্র বিতর্ক, তোপের মুখে ভারতীয় দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement