Advertisement
Advertisement

Breaking News

Nishith Pramanik

নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’য় দু’দিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে আদালত।

Calcutta HC seeks report from WB Govt on Nisith Pramanick convoy attack | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2023 1:56 pm
  • Updated:March 1, 2023 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের। আগামী শুক্রবার বেলা সাড়ে ১২ টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। পেশ করতে হবে কেস ডায়েরিও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার দিনহাটার ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগের তিরে বাংলার শাসকদল। আর তৃণমূলের দাবি, ওটা দিনহাটার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গত রবিবার রাতেই কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলেই দাবি করে গেরুয়া শিবির। পালটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: চিটফান্ড মামলায় কলকাতা-হাওড়ায় হানা ইডির, তল্লাশি ব্যবসায়ী ও আইনজীবীর বাড়িতে]

বুধবার সেই মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। ঘটনার দিন পুলিশ সুপার, জেলাশাসকের কী ভূমিকা ছিল তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়। শুনানি শেষে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২ দিনের মধ্যে মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ। প্রসঙ্গত, ইতিমধ্যেই নিশীথ কাণ্ড নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি। 

[আরও পড়ুন: জিনঘটিত বিরল রোগের শিশু খুঁজতে নয়া উদ্যোগ, বাড়ি বাড়ি যাবে পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement