সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়-সহ সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে সংস্থার সম্পত্তির খতিয়ানও ইডির কাছে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। ২১ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে খতিয়ান। শুধু ডিরেক্টররা নয়, এই মামলায় নাম ওঠা টলিউড অভিনেতা-অভিনেত্রীদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা করতে হবে। রিপোর্ট দিতে হবে ইডিকেও।
এদিন লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার পাঁচটি বিষয় জানতে চান। সংস্থার সিইও পদে এখনও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল নিজেই সেকথা জানিয়েছিলেন তিনি। এদিন সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান চাইলেন বিচারপতি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রও সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। সংস্থার সংগঠন কেমন, তারও স্মারকলিপি দিতে হবে ইডিকে। সংস্থার নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশনের তারিখও জানাতে হবে।
প্রসঙ্গত, ইডির বিজ্ঞপ্তি অনুযায়ী ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব ছিলেন তিনি। বুধবার ইডি অফিস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নিজেই জানিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও পদে এখনও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.