Advertisement
Advertisement
Calcutta HC

হাই কোর্টে ধাক্কা রাজ্যের, রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধই, জানালেন বিচারপতি

অবিলম্বে উপাচার্যদের বেতন চালুর নির্দেশ।

Calcutta HC said that the Vice-Chancellors appointed by the Governor in the 10 universities of the state are valid | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 28, 2023 12:11 pm
  • Updated:June 28, 2023 12:33 pm

গোবিন্দ রায়: ফের হাই কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যপালের উপাচার্য নিয়োগ একেবারে বৈধ, এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। সবমিলিয়ে প্রায় ১৩টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদেরই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু সেই প্রস্তাব না মেনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস। যাদবপুর (Jadavpur University), কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের অভিযোগ ছিল, তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। 

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হল কালো পতাকা, উঠল ‘গো ব্যাক’ স্লোগান]

এই নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল। আদালতে যায় রাজ্য। বুধবার সেই মামলার শুনানিতে ধাক্কা খেল রাজ্যই। এদিন আদালতের তরফে সাফ জানানো হয়েছে, উপাচার্য নিয়োগের এক্তিয়ার রয়েছে রাজ্যপালের। অর্থাৎ নিয়মবিরুদ্ধ কোনও কাজ করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। দশটি বিশ্ববিদ্যালয়ে যাদের নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁরাই দায়িত্বে বহাল থাকবেন বলে নির্দেশ আদালতের। পাশাপাশি, অবিলম্বে এই উপাচার্যদের বেতন চালুর নির্দেশও দিয়েছে আদালত। প্রসঙ্গত, রাজ্যপালের নিয়োগ বৈধ নয় বলে দাবি করে ১০ উপাচার্যের বেতন বন্ধ করেছিল রাজ্য।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement