Advertisement
Advertisement
Calcutta HC removes ED investigative officer

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরাল হাই কোর্ট

তাঁকে বাংলার আর কোনও মামলার তদন্তভার দেওয়া যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি। 

Calcutta HC removes ED investigative officer in teacher recruitment scam । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:September 29, 2023 5:19 pm
  • Updated:September 29, 2023 6:05 pm  

গোবিন্দ রায়: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “তদন্তকারী আধিকারিকের আত্মবিশ্বাসের অভাব রয়েছে।” তাঁকে বাংলার আর কোনও মামলার তদন্তভার দেওয়া যাবে না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি। 

শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, “আমি তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেছি। আমার মনে হচ্ছে, এত বড় গুরুত্বপূর্ণ মামলা সামলানোর ক্ষমতা তাঁর নেই। তাই ইডির ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাঁরা যেন এই তদন্তভার নেওয়ার জন্য অবিলম্বে অন্য কোনও আধিকারিককে নিয়োগ করেন।” উত্তরে ইডির আইনজীবী দাবি করেন, “মিশ্র খুবই ভালো কাজ করছেন। তবে মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্ত সময়সাপেক্ষ। রোম ওয়াস নট বিল্ট ইন আ ডে।”

Advertisement

[আরও পড়ুন: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে খণ্ডযুদ্ধ]

বিচারপতি আরও বলেন, “আগামী ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে এবং যে তদন্ত চলছে তা যেন ব্যাহত না হয়।” এই মর্মে ইডির ডিরেক্টরকে সাফ নির্দেশ বিচারপতি সিনহার। আইও মিথিলেশ মিশ্রকে বাংলার আর কোনও মামলার তদন্তভার দেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি। মিথিলেশ মিশ্র এদিন হাই কোর্টে পাঁচ পাতার রিপোর্ট জমা দেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তিনটি পৃথক দল গঠন করা হয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করেন তিনি।   

[আরও পড়ুন: বীরভূম থেকে মুছল অনুব্রতর নাম-ছবি! আমূল বদলে গেল নানুরের দলীয় কার্যালয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement