Advertisement
Advertisement
Calcutta HC rejects Suvendu Adhikari's plea against DG

রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ, হাই কোর্টে ধাক্কা শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় নির্দেশ হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর।

Calcutta HC rejects Suvendu Adhikari's plea against DG । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 7, 2022 11:22 am
  • Updated:November 7, 2022 12:10 pm  

রাহুল রায়: রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় নির্দেশ হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। গত ৭ জানুয়ারি নেতাই ঢুকতে তাঁকে বাধা দেয় পুলিশ। এই মর্মে কলকাতা হাই কোর্টে ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধের আদালতে অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ বিচারপতির।

২০১১ সালে নেতাইয়ের গণহত্যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। তারপর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চলতি বছরেও একই পরিকল্পনা ছিল তাঁর। কথা বেদিতে মাল্যদানের পর শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। সেই মতো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাইতে শহিদ স্মরণে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

[আরও পড়ুন: আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

অভিযোগ, সেই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। শুভেন্দুর দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন বাংলার যেকোনও প্রান্তে যেতে পারেন তিনি। তা সত্ত্বেও তাঁকে নেতাইতে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু। হাই কোর্ট রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করে।

কেন নেতাইতে ঢুকতে বাধা হল, এ সংক্রান্ত তথ্যের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলবও করা হয়। সেই তলবে সাড়া দিয়ে হাজিরাও দেন মনোজ মালব্য। এবার ওই মামলাই খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা। 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় আরও তৎপর ইডি, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement