ফাইল ছবি
গোবিন্দ রায়: ফের ফুটপাথ দখলের অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে। ধর্মতলার পর এবার কলেজস্ট্রিট। ১৫ দিনের মধ্যে দখল হওয়া ওই ফুটপাথ খালি করতে পুরসভাকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
শহরের রাস্তায় যত্রতত্র হকার রাজ নিয়ে কলকাতা পুরসভাকে একাধিকবার হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। তার পর কার্যত হাই কোর্টের ধমকেই গ্র্যান্ড হোটেলের সামনে এলাকায় হকার নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে বাধ্য হয় পুরসভা। কিন্তু তার পরও শহরের অন্য এলাকাগুলি থেকে একই অভিযোগ বারবার সামনে আসছে।
এবার কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর ৪৭ নম্বর ওয়ার্ড তথা কলেজস্ট্রিট এলাকায় তিন মিটার চওড়া একটি ফুটপাথের ২ মিটার দখল হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে বিচারপতি ফুটপাথের ছবি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, “এ তো ফুটপাথের গোটাটাই দখল হয়ে গিয়েছে। পুরসভা কী করছে?”
এর পরই এজলাসে উপস্থিত পুরসভার আইনজীবী জানান, আদালত নির্দেশ দিলে ফুটপাথ খালি করে দেওয়া হবে। তখন বিচারপতি পালটা বলেন, “আদালত নির্দেশ না দিলে আপনারা ফুটপাথ খালি করবেন না? ধরে নিন, আদালত কোনও নির্দেশ দিচ্ছে না। বলুন, আপনারা কতদিনের মধ্যে নিজে থেকে ফুটপাথের ওই অংশ খালি করবেন?” বিচারপতি জানান, ১৫ দিনের মধ্যে ফুটপাথ খালি করবে পুরসভা। এই কাজে সবরকম সাহায্য করবে বউবাজার থানা। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন ফুটপাথ খালি করে দেওয়ার ছবি পুরসভাকে আদালতে জমা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.