রাহুল রায়: ১১২ জন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। পুজোর আগেই তাঁদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ নির্দেশ আদৌ কার্যকর হল কিনা, সে বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর খোঁজ নেবেন তিনি। উল্লেখ্য, এর আগে গত দু’দিনে মোট ৭৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের (Primary TET) পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই বছরই পরীক্ষা দিয়েছিলেন ১১২ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায় তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ, পর্ষদের প্রশ্নে ভুল ছিল। ওই ৬ নম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।
বুধবার ওই মামলাতেই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। রাজ্য সরকার শূন্যপদ সংক্রান্ত তথ্য জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার ভিত্তিতে পর্ষদ নিয়োগ সুপারিশ দেবে। নিয়োগ নির্দেশ কার্যকর হল কিনা, আগামী ২৮ সেপ্টেম্বর সে সংক্রান্ত খোঁজখবর নেবেন বিচারপতি।
উল্লেখ্য, এর আগে গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। তিনি জানান, আগামী ২৩ দিনের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। শূন্যপদ না থাকলে তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কিনা, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে। সোমবারের পর মঙ্গলবারও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বুধবার ১১২ জনের নিয়োগের ক্ষেত্রেও একই রায় দিলেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.