Advertisement
Advertisement
Calcutta HC

বেআইনি নির্মাণের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে তৎপরতা, যৌথ দল গঠনের নির্দেশ হাই কোর্টের

পূর্ব কলকাতায় জলাভূমিতে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে।

Calcutta HC orders to form team against illegal construction
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 2, 2024 12:21 pm
  • Updated:August 2, 2024 1:34 pm  

গোবিন্দ রায়: পূর্ব কলকাতায় বহু জলাভূমি বুজিয়ে গড়ে উঠেছে আবাসন। যা আদতে বেআইনি। এবার বেআইনি নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার যৌথ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta HC)।

গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া রাজ্য ও আদালত। একাধিক নির্মাণ ফাঁকা করার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করতে পারেনি সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল। সমস্ত বেআইনি নির্মাণ এখনও চিহ্নিত না হওয়ায় নির্দেশ কার্যকর করা যাননি বলে একযোগে জানিয়েছে জানিয়েছে দুই বিদ্যুৎ প্রদানকারী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের অবসান, বেঙ্গল সাফারি পার্কের সিংহ ‘আকবর’ ও সিংহী ‘সীতা’র নামবদল]

এর পরই যৌথ দল গঠন করে বেআইনি নির্মাণ চিহ্নিত করে সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ, পূর্ব কলকাতায় জলাভূমিতে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ চিহ্নিত করবে।

[আরও পড়ুন: বাংলাদেশে নিষিদ্ধ জামাত, কোটা আন্দোলনের পর কড়া পদক্ষেপ হাসিনা সরকারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement