গোবিন্দ রায়: সন্দেশখালি কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়। রাজ্যে পূুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তদন্ত চলবে আদালতের নজরদারিতে।
রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাক মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি। এদিন সেই মামলার রায়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সিবিআই বা রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে সিট।
এক নজরে আদালতের নির্দেশ-
প্রসঙ্গত, ইতিমধ্যে আদালতের নির্দেশে সিসিটিভিতে মুড়েছে সন্দেশখালি এলাকা। বসেছে পুলিশ পিকেট। আদালতে প্রশ্নের মুখে পড়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা অর্থাৎ ৩০৭ ধারা যোগ করেছে। এবার পুলিশের পাশাপাশি তদন্ত করবে সিবিআইও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.