গোবিন্দ রায়: বাস বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ কলকাতা হাই কোর্টের। ১৫ বছরের পুরনো বাস বাতিলের নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যসচিব। ওই নির্দেশিকার বিরোধিতায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। ওই মামলাতেই এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিলেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়।
দূষণের কথা মাথায় রেখে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পুরনো বাস, লরি, ট্যাক্সি ও অটো বাতিলের ক্ষেত্রে পনেরো বছরের সময়সীমা বেঁধে দেয়। সেই অনুযায়ী শহর ও শহরতলির একাধিক রুটের মেয়াদ উত্তীর্ণ বাস বাতিলের নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব। ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯টি বাস রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে বাতিল হতে চলেছে। আগামী বছরের মার্চের মধ্যে বাতিল বাসের সংখ্যা বেড়ে দাঁড়াবে পনেরোশোর কাছাকাছি। তার ফলে সমস্যায় পড়বেন বহু মানুষ।
মামলাকারীর আরও দাবি, করোনাকালে কমপক্ষে ২ বছর সেভাবে বাস চালানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে বাস বাতিলের নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। সোমবার বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানি ছিল। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্যের মুখ্যসচিবকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেন বিচারপতি। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.