Advertisement
Advertisement
Calcutta HC

নিউটাউনে সিপিএম-বিজেপির বেআইনি পার্টি অফিস! বন্ধের নির্দেশ হাই কোর্টের

নির্মাণ খতিয়ে দেখে সেগুলি ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Calcutta HC orders to close 4 party offices in New Town

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 21, 2024 5:08 pm
  • Updated:May 22, 2024 11:44 am  

গোবিন্দ রায়: তৃণমূলের পর এবার সিপিএম-বিজেপির দলীয় কার্যালয় নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অমৃতা সিনহার। রাজারহাট এলাকার ৪টি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ দিলেম তিনি। এর মধ্যে তিনটি সিপিএম এবং একটি বিজেপির অফিস। ‘বেআইনি’ দলীয় কার্যালগুলি গড়ে উঠেছে সেচদপ্তর, পিডব্লিউডি এবং হিডকোর জমিতে। নির্মাণ খতিয়ে দেখে সেগুলি ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউটাউনের সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে—এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। সম্প্রতি নিউটাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ‘কুকথা’! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের]

বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ওই স্থানে রাজ্যের শাসকদলের যে তিনটি দপ্তর রয়েছে, তা ভেঙে ফেলতে হবে। জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘হিডকো’র বলে জানা যায়। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত। মামলাকারী শুনানিতে দাবি করেন, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দপ্তর বানানো হয়েছে।

হাই কোর্টে রিপোর্ট দিয়ে হিডকো জানায়, বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে। বিচারপতি সিনহা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?” তার পরেই দলীয় দপ্তরগুলি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিংহ। এবার রাজনৈতিক দলগুলির আরও চারটি দলীয় কার্যালয় বন্ধের নির্দেশ দিল আদালত।

[আরও পড়ুন: স্বামী পরিযায়ী শ্রমিক, নিত্যসঙ্গী অভাব! সন্দেশখালির রেখার সম্পত্তি কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement