সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগের মামলায় এবার চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার জন্য কমিশনকে মাত্র ২৪ ঘণ্টা সময় দিলেন তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ওএমআর (OMR) শিটে কারচুপির অভিযোগ নিয়ে নিশ্চিত হওয়ার কথা জানায় কমিশন। আর তারপরই বিচারপতির নির্দেশ, কারচুপি হয়েছে, তা যখন কমিশন বুঝতে পেরেছে, তাহলে কেন চাকরি বাতিল করছে না? এরপরই তিনি নির্দেশ দেন, ২৮১৯ জনের তালিকা আলাদা করে প্রকাশ করে তাঁদের চাকরি বাতিল করতে হবে ২৪ ঘণ্টার মধ্যে।
শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগে বহুদিন ধরে মামলা চলছে হাই কোর্টে। একাধিক ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। মূলত স্কুল সার্ভিস কমিশনের (SSC)গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। রেহাই নেই কমিশনের কর্তাদেরও। বৃহস্পতিবার এ নিয়ে হাই কোর্টে ফের শুনানি ছিল। গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে ওএমআর উত্তরপত্রে কারচুপির অভিযোগ ছিল। তাতে কমিশনের তরফে আইনজীবী আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানান, ২৮১৯ জনের ওএমআর শিটে কারচুপি হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত কমিশন।
এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীকে বলেন, “আপনারাই যখন বলছেন ২৮১৯ জনের ওএমআর শিট কারচুপির বিষয়ে কোনও সন্দেহ নেই, তা হলে প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের করতে হবে। আলাদাভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তারপর তাঁদের নিয়োগ বাতিল ঘোষণা করুন।” পুরো প্রক্রিয়াটি শেষ করার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, শুক্রবার আদালতে কমিশন হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে ২৮১৯ জনের নাম আপলোড করার এবং সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। তার ৫ মিনিটের মধ্যে তাঁদের নিয়োগপত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ। এমনই জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.