সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ল তাঁর রক্ষাকবচের মেয়াদ। বিচারপতি জানিয়েছেন, আগের পাঁচটি মামলার মতোই টেন্ডার দুর্নীতি মামলাতেও সৌমেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ। মামলার পরবর্তী শুনানি ৫ জানুয়ারি।
এদিন আদালতে সৌমেন্দু অধিকারীর আইনজীবী অভিযোগ জানান, ২৯ নভেম্বর রাজ্য়ের তাঁর মক্কেলকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। অথচ ২৮ নভেম্বর টেন্ডার দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাজ্য পুলিশ। যা আদালতের কাছে গোপন করেছিল রাজ্য, মঙ্গলবার হাই কোর্টে এমনই অভিযোগ করেন তাঁর আইনজীবী। আগামী শুনানিতে এই মামলায় রাজ্য়ের পক্ষে সওয়াল করবেন এজি।
প্রসঙ্গত, কাঁথি পুরসভার দু’ বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। একের পর এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরির মতো অভিযোগে একাধিক মামলা দায়ের হয়।
সৌমেন্দুর বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা চলছে। তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। গত ১১ আগস্ট কলকাতা হাই কোর্টের একটি অন্তবর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ পান। তার মাঝে কাঁথি থানার পুলিশ তাঁকে ডেকে পাঠায়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেসময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন। এদিন সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল। যার জেরে সাময়কি স্বস্তি পেলেন বিরোধী দলনেতার ভাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.