Advertisement
Advertisement

Breaking News

সোনিকা মৃত্যু মামলা: দ্রুত শুনানি শুরুর নির্দেশ হাই কোর্টের

এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেরত পেতে চলেছেন অভিনেতা বিক্রম৷

Calcutta HC orders initiation of Sonika Chauhan death case

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2018 7:54 pm
  • Updated:January 31, 2018 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে বছর ঘুরতে চলল৷ ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করে দিয়েছে পুলিশ৷ কিন্তু, এখনও নিম্ন আদালতে মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর মামলার বিচার শুরু হয়নি৷ বুধবার একমাসের মধ্যে মূল বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেরত পেতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ তা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টালিগঞ্জ থানা৷

[চারু মার্কেটে ভ্রমণ সংস্থার আড়ালে রমরমিয়ে মধুচক্র, পুলিশের জালে মক্ষীরানি-সহ ৫]

Advertisement

২০১৭ সালে এপ্রিল৷ ভোর রাতে রাসবিহারীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মডেল সোনিকা সিং চৌহান৷ গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, রাতভর পার্টি করে বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁরই গাড়িতে বাড়ি ফিরছিলেন সোনিকা৷ গাড়ি চালাচ্ছিলেন বিক্রম৷ রাসবিহারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে৷ দুমড়ে-মুচড়ে যায়৷ স্থানীয়রাই প্রথমে গা়ড়ি থেকে বিক্রম ও সোনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন৷ সেখানে মডেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল টলিউডে৷ বিক্রম ও সোনিকার পক্ষ নিতে গিয়ে কার্যত দুই ভাগ হয়ে যায় ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা৷

[বইমেলায় ছিনতাইয়ের ছক বানচাল, পুলিশের জালে ৬ দুষ্কৃতী]

সোনিকার মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট দিয়েছিল পুলিশ৷ অভিনেতাকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ এখন অবশ্য তিনি জামিনে মুক্ত৷ ইতিমধ্যেই ফের অভিনয় জগতে ফিরেছেন বিক্রম৷ কিন্তু, সোনিকা মৃত্যুর মামলা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে৷  মামলার বিচারে বিলম্বের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনিকার বাবা৷ বুধবার নিম্ম আদালতে ১ মাসের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এদিকে, দুর্ঘটনার পর অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়িটি আটক করেছিল টালিগঞ্জ থানার পুলিশ৷ জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি গাড়িটি বিক্রম চট্টোপাধ্যায়কে ফেরত দেবে পুলিশ৷

[মনুয়াকে চকোলেট খাইয়ে প্রিজন ভ্যানেই অজিতের ‘বার্থ ডে সেলিব্রেশন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement