Advertisement
Advertisement

Breaking News

Central Force

আরও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক অশান্তি এড়াতে নির্দেশ হাই কোর্টের

পঞ্চায়েত ভোট মিটলেও বাকি বোর্ড গঠনের প্রক্রিয়া।

Calcutta HC orders Central force to stay in West Bengal for 10 more days | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2023 1:30 pm
  • Updated:July 24, 2023 1:39 pm  

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election)পর্ব মিটে গেলেও বাকি বোর্ড গঠনের প্রক্রিয়া। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি চলছেই। তাই নিরাপত্তার স্বার্থে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। এ বিষয়ে কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরই আদালত এই নির্দেশের কথা জানিয়েছে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, স্পর্শকাতর এলাকাগুলি থেকে কোনও অশান্তির খবর পেলেই সেখানে বাহিনীকে পাঠাতে হবে।

রাজ্যে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হয়েছে গত ১২ জুলাই। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা অব্যাহত। সেসব দিকে নজর রেখে আগেই হাই কোর্ট পরামর্শ দিয়েছিল, কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে আরও ১০ দিন থাকুক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সেইমতো স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনী রাখার অনুমতি চাওয়া হয় রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অনুমোদনের পর ১০ দিন বাহিনী ছিলও। তবে জওয়ানদের থাকার মেয়াদ আরও বাড়ল এবার।

Advertisement

[আরও পড়ুন: বিরোধীদের লাগাতার ধরনা, ‘কীভাবে চলবে সংসদ?’, সুদীপকে ফোন রাজনাথ সিংয়ের]

বিজেপি (BJP) নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন, বাহিনীর থাকার মেয়াদ আরও বাড়ানো হোক। তাঁর দাবি, এখনও যেভাবে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে, তাতে এখনই বাহিনী চলে গেলে বিপদ আরও বাড়বে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই আবেদন মেনে আরও ১০ দিন বাহিনী রাখার পক্ষে মত দিলেন বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। এই বাহিনী কোথায় থাকবে, তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। অশান্তির খবর পেলেই সেখানে জওয়ানদের পাঠাতে হবে। এমনই নির্দেশ আদালতের।ও

[আরও পড়ুন: অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির প্রতিবাদে হাই কোর্টে BJP, খারিজ দ্রুত শুনানির আরজি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement