Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

মিথ্যে মাদক মামলায় কাউকে জড়ালে জরিমানা দিতে হবে পুলিশকে, রায় হাই কোর্টের

দোষীকে খুঁজে বের করার দায়িত্ব বারাকপুর পুলিশ কমিশনারের।

Calcutta HC orders accussed police to give fine in false drug case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 25, 2023 12:27 pm
  • Updated:April 25, 2023 12:36 pm  

গোবিন্দ রায়: মিথ্যে মাদক মামলায় (False drug case)দোষী সাব্যস্ত হলে পুলিশকর্মীকেই জরিমানা দিতে  হবে। মঙ্গলবার এক কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় এমনই নির্দেশ  দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। এই মামলায় পুলিশকর্মীদের মধ্যে যে বা তাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলায় রায়ে এমনই জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার।

ঘটনার সূত্রপাত গত বছর, পুরসভা নির্বাচনের সময়ে। বারাকপুর (Barrackpore) পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ছিলেন রাকেশ শুক্লা। তাঁর নির্বাচনী এজেন্ট বিশাল শুক্লাকে ২০২২ সালের ৯ মার্চ বিশালকে টিটগড় থানার (Titagarh PS) পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরেরদিন তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য হাই কোর্ট থেকে জামিনে (Bail)মুক্ত হন বিশাল। তিনি আদালতে মামলা দায়ের করেন এই মর্মে, তাঁর বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) খারিজ করা হোক।

Advertisement

[আরও পড়ুন: অমর্ত্য সেনের পাশে দাঁড়াচ্ছেন কোন লাভের আশায়? টুইটে বিদ্বজ্জনদের বিঁধলেন অমিত মালব্য]

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার কড়া পদক্ষেপ নিয়েছেন। টিটাগড় থানা কোন পুলিশকর্মী মিথ্যে মাদক মামলায় বিশাল শুক্লাকে জড়িয়েছেন, তা দেখার দায়িত্ব তিনি দিয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionarate) উপর। তাঁর নির্দেশ, পুলিশ কমিশনার তদন্ত করে তা খুঁজে বের করবেন। দোষী সাব্যস্ত করবেন এবং দোষী পুলিশকর্মী ২ লক্ষ টাকা জরিমানা দেবেন নিজের বেতন থেকে। অন্যদিকে, বিশালের বিরুদ্ধে এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয়েছে নির্দিষ্ট বেঞ্চে।

[আরও পড়ুন: বাড়ি গিয়ে তল্লাশির এবার নিজাম প্যালেসে তলব, তেহট্টের বিধায়ককে সমন পাঠাল CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement