Advertisement
Advertisement

Breaking News

মিলল না রথযাত্রার সমাধানসূত্র, রাজ্য-বিজেপি বৈঠকের ভিডিও ফুটেজ চাইল আদালত

বুধবার ফের হাই কোর্টে রথযাত্রা মামলার শুনানি৷

Calcutta HC on BJP's Rath Yatra
Published by: Tanujit Das
  • Posted:December 18, 2018 3:10 pm
  • Updated:December 18, 2018 11:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বিজেপির রথযাত্রা সংক্রান্ত মামলার শুনানি শেষে, রাজ্য সরকার ও বিজেপিকে আলাদা আলাদা দুটি নির্দেশিকা দিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ সরকারের উদ্দেশে দেওয়া নির্দেশিকায় বিচারপতি জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বিজেপি নেতাদের লালবাজারে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের ভিডিও ফুটেজ জমা দিতে হবে৷ এবং বিজেপিকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রথযাত্রা সংক্রান্ত কী কী ‘সেলফ রেসট্রিকশন’ পদক্ষেপ তাঁরা নিচ্ছেন সেই সংক্রান্ত নথি সিলবন্ধ খামে আদালতে জমা করতে হবে৷ বুধবার দুপুর ১২টায় আবারও সিঙ্গল বেঞ্চে হবে এই মামলার শুনানি৷ ওইদিনই রাজ্য সরকার ও বিজেপিকে জমা করতে যথাক্রমে ভিডিও ফুটেজ ও নথি৷

[১০ ইঞ্চির পুরুষাঙ্গে বিপাকে ডাকাত সর্দার, বাঙুরে শাপমুক্তি]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার শুনানি শুরু হলে বিজেপির তরফ থেকে তাঁদের পরিবর্তিত কর্মসূচির দিনক্ষণ পেশ করা হয় আদালতের সামনে৷ সেখানে বলা হয় ডিসেম্বর মাসের ২২, ২৪ ও ২৬ তারিখ রাজ্যজুড়ে প্রস্তাবিত কর্মসূচি পালন করতে চায় দল৷ তাই দ্রুত শুনানির শেষের আরজি জানানো হয়৷ আদালত সূত্রে খবর, এই দিন পরিবর্তন নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ভর্ৎসনারও মুখে পড়েন বিজেপির আইনজীবী এসকে কাপুর৷ তাঁকে বিচারপতি বলেন, ”এখন দিনক্ষণ পরিবর্তন করতে পারলে, এর আগে যখন আপনারদের দিন পরিবর্তন করতে বলা হয়েছিল তখন করেননি কেন?” আদালত সূত্রে আরও জানা গিয়েছে যে, এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন বিজেপির আইনজীবী৷ তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে বিজেপিকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না৷ যে গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে রথযাত্রা কর্মসূচি বাতিল করতে বলছে রাজ্য সরকার তা ভিত্তিহীন৷ রাজ্য সরকার একে ‘রথযাত্রা’ কর্মসূচি বলে অপপ্রচার করছে৷ আসলে এটা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ এবং যা সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি৷ এখানেই শেষ নয়, আদালতের সামনে বিজেপি দাবি জানায়, আইন-শৃঙ্খলার নষ্ট হওয়ার আশঙ্কায় রাজ্য সরকার তাঁদের কর্মসূচি বাতিল করতে চাইলে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই কর্মসূচি তাঁরা পালন করতে চায় বিজেপি৷ প্রয়োজনে রাজ্য সরকার স্পেশ্যাল অফিসার নিয়োগ করলে তাতেও আপত্তি নেই তাঁদের৷

[অকাল বৃষ্টি আর শীতের যুগলবন্দিতে নাজেহাল রাজ্যবাসী, ক্ষতির মুখে কৃষকরা]

এদিন আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল (এডি)৷ তিনি জানান, তাঁদেরও অনেক কিছু বলা রয়েছে৷ সূত্রের খবর, এরপরই বিচারপতি তাঁর নির্দেশ শোনান এবং বলেন, বুধবার দুপুর ১২টায় আবারও এই মামলার শুনানি হবে৷ ফলে মঙ্গলবারও মিলল না সমাধানসূত্র। এখনও অনিশ্চিত হয়ে রইল রাজ্য বিজেপির এই রথযাত্রা কর্মসূচি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement