Advertisement
Advertisement
Calcutta HC

স্ত্রীকে পর্নোগ্রাফির কারবারে নামানোর অভিযোগ, স্বামীর বিরুদ্ধে পুলিশি তদন্তে নাখুশ হাই কোর্ট

১১ ডিসেম্বর পরর্বতী শুনানি।

Calcutta HC not happy with police investigation in Sankrail Case
Published by: Paramita Paul
  • Posted:November 12, 2024 9:25 pm
  • Updated:November 12, 2024 9:28 pm

গোবিন্দ রায়: স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে জোর করে যৌন ব্যবসা ও পর্নোগ্রাফির কারবারে নামানোর অভিযোগ। সেই মামলায় কলকাতা হাই কোর্টে কেস ডায়েরি পেশ করল সাঁকরাইল থানার পুলিশ। তদন্তের পদ্ধতি নিয়ে উষ্মাপ্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বিচারপতির প্রশ্ন, কেন একমাসের বেশি সময় ধরে অভিযুক্ত স্বামীর মোবাইলের মুছে ফেলা তথ্য উদ্ধার করতে সিআইডির সাইবার ক্রাইম দপ্তরে পাঠানো হয়নি? পুলিশের সদুত্তর না পেয়ে বিচারপতি তদন্তকারী আধিকারিককে বাজেয়াপ্ত মোবাইল সিআইডির সাইবার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন। বিশেষজ্ঞ দ্বারা মুছে ফেলা ছবি ও ভিডিও পুনরুদ্ধার করে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করেন বিচারপতি।

Advertisement

সোমবার রাজ্যের আইনজীবী জানান, পুলিশের প্রাথমিক তদন্তে মহিলার করা অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। মহিলার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। আইনজীবী বলেন, “থানায় অভিযোগ করার একমাস পর নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করে।” এটা শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, তথ্য ছিল সব মুছে ফেলার সুযোগ পেয়েছেন অভিযুক্ত স্বামী। অক্টোবর থেকে এখন অবধি তথ্য উদ্ধারে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী শুনানির দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেন। ১১ ডিসেম্বর পরর্বতী শুনানির দিন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement