Advertisement
Advertisement
Calcutta HC

‘শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন’, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির

'কাজ করতে হবে না, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে যান', ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির।

Calcutta HC lashes out at protesting teachers | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 12, 2023 2:09 pm
  • Updated:October 12, 2023 7:10 pm  

গোবিন্দ রায়: শিক্ষকদের মিছিল এবং ধর্নার অনুমতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মিছিলের অনুমতি চাওয়া শিক্ষকদের সাফ বলে দিল,”শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন।”

ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন মিছিল এবং বিকাশ ভবনের সামনে ধর্না দিতে চেয়ে হাই কোর্টে মামলা (Calcutta High Court)। ওই মামলার দ্রুত শুনানির আর্জি করা হয়। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শিক্ষকদের আচরণে ক্ষোভ উগরে দেন। তিনি বলে দেন, “এদের জন্য আমার কোনও সহমর্মিতা নেই। নিজেদের কায়েমি স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে। মানুষের কথা ভাবে না কেউ। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “রোজ ১৫ টা করে মিছিল হয়। স্কুলের বাচ্চারা হয়রানির শিকার হচ্ছে। অ্যাম্বুল্যান্স পর্যন্ত আটকে যাচ্ছে, রাস্তায় পড়ে থেকে মানুষ মারা যাচ্ছে।” শিক্ষকদের তিরস্কার করে প্রধান বিচারপতির মন্তব্য,”আপনাদের কাজ করতে হবে না। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে যান। পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস প্রয়োগ করুক।” ওই মামলায় দ্রুত শুনানির আর্জিও খারিজ হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, পুজোর আগে শুনানি সম্ভব নয়।

[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]

রাজ্যে এই মুহূর্তে বহু শিক্ষক আন্দোলনরত। বিশেষ করে ডিএ’র (DA) দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের পর তাঁদের আন্দলন নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement