Advertisement
Advertisement
Calcutta HC Justice Rajasekhar Mantha slams WB government

পুলিশে নিয়োগ না হওয়ায় চাপ বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের, ফের রাজ্যকে তোপ বিচারপতি মান্থার

বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশে নিয়োগ না হওয়ায় সব কিছুতেই সিভিক ভলান্টিয়ারের উপর ভরসা করতে হচ্ছে।

Calcutta HC Justice Rajasekhar Mantha slams WB government । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2023 12:34 pm
  • Updated:April 13, 2023 1:22 pm

গোবিন্দ রায়: রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে এবার উষ্মাপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের আচরণের সমালোচনা করলেন তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশে নিয়োগ না হওয়ার ফলে সব কিছুতেই সিভিক ভলান্টিয়ারের উপর ভরসা করতে হচ্ছে।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সরশুনার এক ব্যক্তির নিখোঁজ মামলার শুনানি ছিল। ওই শুনানি চলাকালীন পুলিশ নিয়োগের প্রসঙ্গ তোলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, “রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা। পুলিশে স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের উপর। কনস্টেবল, এএসআই নিয়োগ যতদিন বন্ধ থাকবে ততদিন এদের দিয়েই কাজ চালাতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: মন্দির দর্শন করে আর বাড়ি ফেরা হল না, ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ২ তরুণের]

উলুবেড়িয়ার আনিস খানের মৃত্যুর ঘটনার প্রসঙ্গও ওঠে হাই কোর্টে। বিচারপতি বলেন, “দুর্ভাগ্যের বিষয় আনিস খানের ঘটনাতেও দু’জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সরকার যতদিন নিয়োগ উদ্যোগী হবে না, ততদিন পর্যন্ত এই চুক্তিভিত্তিক কর্মী দিয়েই আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা হবে।”

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চান। বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশও দেন। সেই অনুযায়ী গত মার্চ মাসের শেষেই গাইডলাইন প্রকাশ করে রাজ্য পুলিশ।

[আরও পড়ুন: বিরোধী ঐক্যের স্বার্থে ‘উদারতা’ কংগ্রেসের, সোনিয়ার বদলে UPA চেয়ারপার্সন হতে পারেন নীতীশ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement