Advertisement
Advertisement
Justice Rajasekhar Mantha

‘ভালো লাগল’, তৃণমূলের ধরনা হঠিয়ে বিচারপতি মান্থার ‘গুড বুকে’ পুলিশ

হলদিয়ায় বিজেপির সভাস্থলের সামনে থেকে তৃণমূলের ধরনা হঠায় পুলিশ।

Calcutta HC justice Rajasekhar Mantha praises police । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2023 5:39 pm
  • Updated:December 15, 2023 5:39 pm

গোবিন্দ রায়: বিজেপির সভাস্থলের কাছে তৃণমূলের ধরনা হঠাল পুলিশ। উর্দিধারীদের ভূমিকার প্রশংসায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাসিমুখে তিনি বলেন, “ভালো লাগল।”

শুক্রবার বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিনে হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপির কর্মসূচি ছিল। তার সামনেই গত দুদিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি পালন করছিল। কিন্তু তার আগে ঘাসফুল শিবিরের তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে ‘না’ বলায় হেনস্তা! দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর]

বিচারপতি বলেন, “আমরা বরাবর বলছি সব দলের সভা, সমিতি, ধরনার অধিকার আছে। কিন্তু সেটা সবরকম অনুমতি নিয়ে।” রাজ্যের তরফে আইনজীবী জানান, “তৃণমূল কোনও অনুমতি নেয়নি। আমি ব্যক্তিগতভাবে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সকাল থেকে পদক্ষেপ শুরু হয়েছে। পুলিশ সুপার নিজে নজরদারি করছেন।”

একথা শোনার পর বিচারপতি মান্থা আরও বলেন, “অনুমতি না নিয়েই এটা করছে। যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে। এমন ক্ষেত্রে পুলিশকে সিদ্ধান্ত নিতেই হবে। একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইনশৃঙ্খলার সমস্যা হবে। রাজ্য পুলিশকে CISF-এর সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনও বেআইনি কিছু না হয়। রাজ্য জানায় সব ব্যবস্থা হচ্ছে।” বিচারপতি বলেন, “বহু বছর পরে দেখলাম রাজ্য এমন ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে।” হাসতে হাসতে বিচারপতি আরও বলেন, “এটা ভালো লাগলো।”

[আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকূটি, মাঝ ডিসেম্বরে ফের ধাক্কা খেতে পারে শীত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement