গোবিন্দ রায়: বিজেপির সভাস্থলের কাছে তৃণমূলের ধরনা হঠাল পুলিশ। উর্দিধারীদের ভূমিকার প্রশংসায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাসিমুখে তিনি বলেন, “ভালো লাগল।”
শুক্রবার বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিনে হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপির কর্মসূচি ছিল। তার সামনেই গত দুদিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি পালন করছিল। কিন্তু তার আগে ঘাসফুল শিবিরের তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে।
বিচারপতি বলেন, “আমরা বরাবর বলছি সব দলের সভা, সমিতি, ধরনার অধিকার আছে। কিন্তু সেটা সবরকম অনুমতি নিয়ে।” রাজ্যের তরফে আইনজীবী জানান, “তৃণমূল কোনও অনুমতি নেয়নি। আমি ব্যক্তিগতভাবে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সকাল থেকে পদক্ষেপ শুরু হয়েছে। পুলিশ সুপার নিজে নজরদারি করছেন।”
একথা শোনার পর বিচারপতি মান্থা আরও বলেন, “অনুমতি না নিয়েই এটা করছে। যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে। এমন ক্ষেত্রে পুলিশকে সিদ্ধান্ত নিতেই হবে। একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইনশৃঙ্খলার সমস্যা হবে। রাজ্য পুলিশকে CISF-এর সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনও বেআইনি কিছু না হয়। রাজ্য জানায় সব ব্যবস্থা হচ্ছে।” বিচারপতি বলেন, “বহু বছর পরে দেখলাম রাজ্য এমন ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে।” হাসতে হাসতে বিচারপতি আরও বলেন, “এটা ভালো লাগলো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.