গোবিন্দ রায়: জনহিতেই স্বাস্থ্যসাথী প্রকল্প, জনস্বার্থ মামলা খারিজ করে সাফ জানাল কলকাতা হাই কোর্ট। আদালত এদিন জানিয়েছে, নির্বাচিত সরকার নিজেদের বিচার-বিবেচনা করে প্রকল্পের সূচনা করেছে। সরকার কীভাবে প্রকল্প পরিচালনা করবে সেটা তাঁদের সিদ্ধান্ত।
২০১৬ সালে নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি পরিবার বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন। ঘোষণার মতোই শুরু হয় কাজ। নির্বাচনের ফল প্রকাশের পরই জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির হয়। সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করান আমজনতা। বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আবার নানরকম অভিযোগও উঠেছে। একাধিক জনস্বার্থ মামলাও হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা অধিকাংশ সুবিধা মিলছে না, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ২০২১ সালে। মামলা করেন চিকিৎসক কুণাল সাহা।
সেই মামলাই এদিন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্পষ্টভাবে জানানো হয়েছে, এই প্রকল্প জনস্বার্থে শুরু করা হয়েছে। নির্বাচিত সরকার নিজেদের মতো বিচার-বিবেচনা করে প্রকল্পের সূচনা করতেই পারে। সেই প্রকল্প সরকার কীভাবে পরিচালনা করবে সেটা তাঁদের সিদ্ধান্ত। সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখ্য, এছাড়াও একাধিক জনস্বার্থ মামলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.