Advertisement
Advertisement
SSC Group D recruitment

SSC Scam: ‘হিমশৈলের চূড়ামাত্র, বাকি জলের নিচে’, এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় বিস্ফোরক বিচারপতি

আগামী ১৮ নভেম্বর সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের।

Calcutta HC Judge slammed SSC Group D recruitment process । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2022 1:00 pm
  • Updated:September 29, 2022 1:22 pm  

রাহুল রায়: গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে এসএসসি (SSC)। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর কোপে স্কুল সার্ভিস কমিশন। পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি বিচারপতির। আগামী ১৮ নভেম্বর সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের।

বুধবার এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI)। ওই রিপোর্ট দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু দুর্নীতির বিরুদ্ধে সরব হন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি বলেন, “ভয়ংকর পরিসংখ্যান। এটা হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নিচে আছে। এরা শিক্ষক। এরা সমাজ গড়ে। এরা অন্য কোন পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে এরা কেমন শিক্ষক? আমি জানিনা এর শেষ কোথায়।”

Advertisement

[আরও পড়ুন: প্রথম পর্বের জেরায় অসঙ্গতি, পুজোর পরই পার্থর জামাইকে ফের তলব করবে ইডি]

স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি আরও বলেন, “আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত। দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও তাতে শামিল।” আগামী ১৮ নভেম্বর সিবিআইয়ের রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন। একাধিক যুগান্তকারী রায়ও দিয়েছেন তিনি। তবে এবার তাঁর পথে হেঁটে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় বিচারপতি বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও জোর শোরগোল। তবে পুরো প্যানেল বাতিল হলে যাঁরা বৈধ চাকরিপ্রার্থী তাঁরা অযথা হেনস্তার শিকার হবেন বলে মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ড: টালিচালার বাসিন্দার ব্যাংকে ৩০ কোটি, শহরে স্বয়ংস্ক্রিয় কল সেন্টার, জালিয়াতির জাল কতদূর?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement