Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC judge disturbed with too many political cases

‘এত রাজনৈতিক মামলা কেন?’, বিরক্ত হাই কোর্টের বিচারপতি

মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Calcutta HC judge disturbed with too many political cases । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2023 4:31 pm
  • Updated:July 17, 2023 4:31 pm  

গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজনীতিকদের মামলায় জেরবার কলকাতা হাই কোর্ট। উষ্মাপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পূর্ব মেদিনীপুরের ১০ জন বিচারপতি রাজাশেখর মান্থার কাছে রক্ষাকবচের আবেদন জানান। ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচও দেন বিচারপতি। সেই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যকে বিচারপতির প্রশ্ন, “যখন ভোটের আগে এত রক্ষাকবচ হাই কোর্ট দিয়েছিল, তখন কেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যায়নি রাজ্য? অভিযুক্তর ভোটের আগেও যে স্ট্যাটাস ছিল, ভোটের পরেও তাই। তখন যদি এভাবে রক্ষাকবচ দেওয়ায় রাজ্য সমর্থন করে, তাহলে এখন কীসের আপত্তি?”

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

এরপর একের পর এক রাজনৈতিক মামলা নিয়ে কার্যত উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, “এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২৭-২৮টি মামলা। তার উপরে এইরকম আরও ১০টা মামলা এখনই আছে। শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি?” রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন বিচারপতি সেনগুপ্ত।

[আরও পড়ুন: জন্মদিনের পরই নতুন ছবির ঘোষণা, দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধলেন ক্যাটরিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement